Connect with us
ক্রিকেট

সাকিব-শান্তদের ব্যাটিং ও বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যারা

Bangladesh Cricket Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং ও পেস বোলিং কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব-শান্তদের ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছে ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছে আন্দ্রে অ্যাডামস।

ভারতে ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই লক্ষ্যে ব্যাটিং বোলিও, ট্রেনার ও পারফরম্যান্স অ্যানলিস্ট কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিসিবি। সেখানে দেশ-বিদেশের বিভিন্ন কোচরা আবেদন করেন।

কোচ নিয়োগ কমিটি তিনজন করে ব্যাটিং ও বোলিং কোচ নির্ধারণ করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। এই তালিকা থেকে ১ জন করে ব্যাটিং ও পেস বোলিং কোচ চূড়ান্ত করবেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও সিইও নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবির সূত্র থেকে জানা যায়, ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প এবং পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসকে এগিয়ে রাখছেন জালাল ইউনুস ও নিজামউদ্দিন। তারা কম সুযোগ-সুবিধা নিয়ে দলকে বেশি সময় দিতে পারবেন। এজন্যই তাদেরকে নিয়োগ দেওয়ার পক্ষ্যে এই দুই কর্মকর্তা।

গত নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হেম্প। এইচপিতেও কাজ করেছেন এই কোচ। এদিকে আন্দ্রে অ্যাডামস নিউজিল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: বিশ্বের সেরা ৫ কোচের একজন সালাউদ্দিন: মঈন আলী

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট