Connect with us
ক্রিকেট

আইপিএল নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন যারা

Those who gave names from Bangladesh in IPL auction
এবারের আইপিএল নিলামে বাংলাদেশ থেকে ১৩জন নিবন্ধন করেছেন। ছবি- সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্টের প্রটিতি আসরেই বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটারদের দেখা মেলে। আগামী বছরে আইপিএলের ১৮তম আসরকে সামনে রেখে চলতি মাসের ২৪ ও ২৫ তারিখে টুর্নামেন্টেটির মেগা নিলাম অনুষ্ঠিত হবে। আর সেখান থেকে পছন্দমতো তারকা ক্রিকেটারদের নিয়ে দল গঠন করবে ফ্রাঞ্চাইজিগুলো।

আইপিএলের নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। এর আগের আসরে সংযুক্ত আরব আমিরাতে নিলাম অনুষ্ঠিত হয়েছিল। তবে সেটা ছিল মিনি নিলাম। এবারের নিলামে বেশ বড় বাজেট নিয়ে দল গঠনে নামবে ফ্রাঞ্চাইজিগুলো।

গতকাল (মঙ্গলবার) আইপিএলের নিলামে নিবন্ধনকৃত ক্রিকেটারদের সংখ্যা জানিয়েছে বিসিসিআই। যেখানে মেগা নিলামের জন্য দেশি-বিদেশি মোট ১৫৭৪ জন ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১১৬৫ জন এবং বিদেশি রয়েছেন ৪০৯ জন।

আরও পড়ুন:

» দায়িত্ব পাওয়ার পরদিনই দায়িত্ব পালনে তৎপর কোচ সালাউদ্দিন

» বিপিএলের এবারের আসরে বিসিবি থেকে যেসব সুবিধা পাবে দর্শকরা 

এই মেগা নিলামে নাম তুলতে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ১৩জন ক্রিকেটার। তার হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

এদের মধ্যে এর আগে আইপিএল খেলেছেন সাকিব, মুস্তাফিজ ও লিটন। তবে বাকিদের এখনও এই টুর্নামেন্টে খেলার সুযোগ হয়নি। নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য পেয়েছেন মুস্তাফিজ। এরপর সাকিব, তাসকিন ও মিরাজদের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। এছাড়া বেশিরভাগ ক্রিকেটারদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রূপি।

আইপিএলের গত আসরে বাংলাদেশ থেকে শুধু মুস্তাফিজ সুযোগ পেয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিজের অভিষেক আসরে দারুণ পারফরম্যান্স করেছিলেন কাটার মাস্টার। তবে এবারের আসরে নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এই এবার মেগা নিলামে উঠবে এই বাঁহাতি পেসারের নাম।

ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট