Connect with us
ক্রিকেট

পিসিবি থেকে দুঃসংবাদ পেল তিন পাকিস্তানি তারকা ক্রিকেটার

Shaheen Afridi, Babar Azam and Mohammad Rizwan
শাহিন আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি - সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেটে দুঃসময় যেন পিছুই ছাড়ছে না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অনেক আশা নিয়ে ভারতে গেলেও শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়েছে দেশটির ভক্ত-সমর্থকদের। এ বছর সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তো প্রত্যাশার পারদ আরও উপরে ছিল ক্রিকেটমোদীদের। কিন্তু বিশ্বকাপের গ্রুপপর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়ে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় ২০০৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে জিততে যাওয়া ম্যাচ হাত ছাড়া করার কারণে চরম সমালোচনার মুখে পড়তে হয় ব্যর্থ পাকিস্তান দলকে। এমনকি দলের সাবেক ক্রিকেটারদের থেকেও অনেক কটু কথা শুনতে হয়েছে। এবার জাতীয় দলের তিন তারকা ক্রিকেটারের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার প্রতীক হয়ে ছিলেন এই তিন ক্রিকেটার। তাদের উপর দেওয়া সাম্প্রতিক নিষেধাজ্ঞা হলো, তারা বিদেশি লিগে খেলতে পারবেন না। অবশ্য আগামী কয়েক মাসে পাকিস্তান দলের কোন আন্তর্জাতিক সিরিজের সূচি নেই। এরপরও ওই তিন তারকা খেলোয়াড়ের বিদেশি লিগে খেলায় নিষেধাজ্ঞা আরোপ করলো মহসিন নকভীর নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড।

আরো পড়ুন : আকাশ চোপড়ার বিশ্বকাপ সেরা একাদশে বাংলাদেশের এক ক্রিকেটার

নিষেধাজ্ঞা পাওয়া তিন তারকা ক্রিকেটার হলো – পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম, সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন আফ্রিদি ও দলটির ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এই তিন জনকে বিদেশি লিগে খেলার অনুমতি দেয়নি পিসিবি। তাদের কানাডায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি লিগে খেলার খেলা থাকলেও পিসিবি থেকে খেলার ছাড়পত্র পাননি তারা।

উল্লেখ্য, সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণে বাবর আজমকে দায়িত্ব থেকে সরিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দলপতি করা হয় শাহিন আফ্রিদিকে। কিন্তু মাত্র একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের শাহিনকে সরিয়ে দ্বিতীয় দফায় বাবরের কাঁধে দলের দায়িত্ব তুলে দেয় পিসিবি। কিন্তু এবারও বাবরের দল টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দিল। বাবরও ছিলেন নিজের ছায়া হয়ে।

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট