Connect with us
ক্রিকেট

এক ম্যাচেই তিন রেকর্ড, অতঃপর বড় জয় বাংলাদেশের

BD women
৫টি করে উইকেট নিয়েছেন ফাহিমা ও জান্নাতুল। সেঞ্চুরি জ্যোতির ব্যাটে

আগামী বিশ্বকাপে সুযোগ পেতে হলে বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। সেই বাছাইয়ের প্রথম ম্যাচেই বাংলাদেশের মেয়েরা দারুণ জয় পেয়েছে। এদিন বাংলাদেশের মেয়েরা তিনটি রেকর্ড গড়েছেন। ওয়ানডেতে এ দিন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা।

জ্যোতির সেঞ্চুরিতে বাংলাদেশ পেয়েছে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। এরপর থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

২৭১ রান সামনে রেখে খেলতে নেমে থাইল্যান্ড অলআউট হয় ৯৩ রানে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৪ সালের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।


আরও পড়ুন

» ৪ গোল খাওয়া ম্যাচ নিয়ে আর্জেন্টিনাকে কাঠগড়ায় তুলছে ব্রাজিল

» জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, প্রথমবার টেস্ট দলে সাকিব


বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। দুজনেই নিয়েছেন ৫টি করে উইকেট। ওপেনিং জুটিতে ৩৮ রানের পর থাইল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ জুটি এসেছে চতুর্থ উইকেট জুটিতে, ১৮ রানের। এর বাইরে কোনো জুটি দুই অঙ্কের ঘরেও যেতে পারেনি। ৫ উইকেট নিতে ফাহিমা খরচ করেছেন ২১ রান, জান্নাতুল ৭ রান।

এর আগে টসে হেরে নিগারের ৮০ বলে ১০১ রান এবং শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ। ৭৮ বলে সেঞ্চুরি তুলে নেন নিগার। তার সেঞ্চুরিটি এই সংস্করণে নিগারের প্রথম ও বাংলাদেশের তৃতীয়।

২০২৩ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন ফারজানা হক, সেটিই এত দিন মেয়েদের ওয়ানডে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি ছিল। তাকে পেছনে ফেলে আজ মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন নিগার।

ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট