Connect with us
ক্রিকেট

প্রথমবারের মতো আইপিএলে তিন টাইগার ক্রিকেটার

BD Players in IPL

প্রথমবারের মতো প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস।

এদিকে সর্বশেষ আসরে ভালো করায় মুস্তাফিজকে রেখে দেয় (রিটেইন) দিল্লি ক্যাপিটালস। আর নতুন করে নিলাম থেকে দল পেয়েছেন সাকিব। প্রথমবারের মতো আইপিএলে পা দিচ্ছেন লিটন দাস।

শুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি দুই তারকাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এতে প্রথমবারের মতো একই আসরে আইপিএল মাতাবেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার।

এদিন এর আগে নিলামে দুবারের ডাকেও অবিক্রিত থেকেছিলেন সাকিব আল হাসান। ভিত্তিমূল্য কমিয়ে এবারেও প্রথম ডাকে দল পাননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তবে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনে নেয় পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স।

সাকিবের মতোই নিলামের প্রথম ডাকে দল পাননি লিটন। পরে দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টানে কলকাতা। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে নেয় কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

অপরদিকে বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদের প্রতি কোনো আগ্রহ দেখায়নি কেউ। এর কারণ হতে পারে, আন্তর্জাতিক ম্যাচ থাকায় বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলের পুরো টুর্নামেন্টে জুড়ে থাকতে পারবে না। তাই হাতে কম টাকা থাকায় শেষদিকে বাংলাদেশের দুই ক্রিকেটারকে নিয়ে দলের শক্তি বাড়িয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

প্রসঙ্গত, ২০০৯ সালে মাশরাফির হাত ধরে আইপিএলের বাংলাদেশের দরজা খোলে। তখন তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ান্স নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পান। এতে সাকিবই শুধুমাত্র টানা সুযোগ পেয়েছেন। তামিম ম্যাচ খেলার সুযোগও পাননি। এরপর মুস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। এবার সেখানে এবার যোগ দিলেন লিটন।

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট