ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন দর্শকদের উত্তেজনার পারদ চরমে ওঠা। তবে বর্তমানে শুধু আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টই দল দু’টিকে মুখোমুখি হতে দেখা যায় । ঠিক তেমনি আসন্ন পহেলা জুনে পর্দা উঠতে যাওয়া নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেশ দু’টি আবারও লড়াইয়ে নামতে যাচ্ছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র । আর বরাবরের মত এবারও আইসিসি ক্রিকেটপ্রেমীদের হতাশ করছে না। যুক্তরাষ্ট্রের মাটিতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মাঠের লড়াইয়ে নামবে। ম্যাচটি দেখতে সেখানকার ক্রিকেটপ্রেমীরা ছাড়াও গোটা ক্রিকেট বিশ্বই মুখিয়ে আছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ভারত-পাকিস্তানের এই লড়াইয়ে গ্যালারীতে বসে সাক্ষী হতে তাই ম্যাচ টিকিটের চাহিদাও আকাশছোঁয়া বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আইসিসির ভাষ্যমতে গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতার চেয়ে ২০০ গুণ বেশি টিকিটের জন্য আবেদন পেয়েছে তারা। আসরের অন্য কোন ম্যাচের জন্যে দর্শকদের এতটা উন্মাদনা দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের ৩ টি ভেন্যুতে এবারে মোট ১৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯ টি ম্যাচের কোনো টিকিটই অবিক্রীত নেই। এর মধ্যে আকাশছোঁয়া চাহিদা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার সুপার ক্লাসিকোকে ঘিরে। এবারের আসরে আইসিসি কিছুটা ভিন্নভাবে টিকিট বিক্রির ব্যবস্থা করেছিল। পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির এই পদ্ধতিতে ১৬১ টি দেশের মোট ৩০ লাখ মানুষের আবেদন জমা পড়ে।
আরও পড়ুন: চোটের কারণে শেষ দ্বিপাক্ষিক সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ার্নার
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি