ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টাইগার স্পিনারদের দাপুটে বোলিংয়ে প্রথম দিন বাংলাদেশের। তাইজুল ইসলাম ও মেহেদী হাসানের মিরাজের স্পিন ঘূর্ণিতে দিন শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৭৮ রান।
বুধবার সকাল ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মাঠে নামে দুদল।
দিনের প্রথম সেশনটা বাংলাদেশ শুরু করে স্বপ্নের মতো করে। লোকেশ রাহুল (২২), শুভমান গিল (২০) ও বিরাট কোহলিকে ১ রানে ফিরিয়ে দুর্দান্ত সূচনা এনে দেয় টাইগার বোলাররা। এরপর ৮৫ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।
লাঞ্চ বিরতি শেষে মাঠে ফিরে দলীয় ১১২ রানে ব্যক্তিগত ৪৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান রিশব পান্ত। এর পরের গল্পটা শুধুই পূজারা-আয়ারের জন্য লেখা ছিল। ম্যাচের হাল ধরেন দুজন। দ্বিতীয় সেশনে উইকেট আগলে রাখেন এ জুটি। তবে দিনের শেষ সেশনে ভারত শিবিরে আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। সেঞ্চুরির কাছাকাছি থাকা পূজারাকে ৯০ রানে বোল্ড আউট করে ফেরান টাইগার এই স্পিনার।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি
প্রথম দিন শেষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন তাইজুল। এছাড়া মেহেদি মিরাজ ২টি ও খালেদ আহমেদ নেন ১টি উইকেট।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২২/এসএ