মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২০৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। ফলে জয়ের জন্য ২১০ রানের লক্ষ্য পেল সফররত ইংল্যান্ড।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা তামিম ইকবাল খান। শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকানোর পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন কুমার দাস। আর পাওয়ার প্লের শেষ ওভারে ফিরেছেন তামিম। লিটন করেন ৭ রান। তামিমের ব্যাট থেকে আসে ২৩ রান।
পরের উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে বড় জুটি গড়ায় ইঙ্গিত দেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ১৭ রানেই সাজঘরে ফিরে যান মুশি। আর দেশসেরা অলরাউন্ডারের ব্যাটে আসে মাত্র ৮ রান।
একশ রান তুলতে না তুলতে ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সেই চাপ সামলে নেন নাজমুল হোসেন শান্ত। পঞ্চম উইকেট জুটিতে দুজনে তুলেন ৫৩ রান।
ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন শান্ত। তার ইনিংস থামে ৫৮ রানে। আর ৩১ রান করেছেন রিয়াদ। এছাড়া আফিফ করেন ৯ রান। এছাড়া মিরাজ ৭, তাসকিন ১৪ ও তাইজুল ১০ রান করেন। আর শূন্যরানে অপরাজিত থাকেন মোস্তাফিজ।
(ক্রিফোস্পোর্টস/০১মার্চ/এমএম)