২০২৩ বিশ্বকাপ শেষ হওয়ার আগেই আভাস পাওয়া গিয়েছিল টাইগারদের কোচিং স্টাফে একাধিক পরিবর্তন আসতে যাচ্ছে। সেই সূত্র ধরেই বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার পর ভারত থেকেই পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ নিজ নিজ দেশে ফিরে যান।
এই দুই বোলিং কোচ বিসিবির সাথে চুক্তি নবায়নে আর ইচ্ছুক নন বলে আগেই জানা গেছে। তবে রঙ্গনা হেরাথের আজ ফের বাংলাদেশে আসার কথা রয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস নিজেই বিষয়টি দেশের এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রঙ্গনা হেরাথের বিসিবির সাথে চুক্তি আছে চলতি মাসের শেষ দিন পর্যন্ত। তাই আসন্ন কিউই সিরিজকে সামনে রেখে বাংলাদেশে আসছেন এই লংকান।
জানা গেছে, চুক্তির বাকি সময়টা তিনি ক্রিকেটারদের সাথে কাজ করবেন। পরে চুক্তি শেষে আবার শ্রীলঙ্কায় ফিরে যাবেন। সিরিজের বাকি অংশে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে হেরাথের স্থলাভিষিক্ত হবেন বাংলাদেশী কোচ সোহেল ইসলাম।
আরও পড়ুন: হঠাৎ সাকিব কেন বিসিবিতে?
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এমএস/এমটি