মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সোমবার (১২ জুন) মালয়েশিয়ার মিশন রোড গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ দল। তবে শুরুটা ভাল হয়নি টাইগ্রেসদের। দলীয় ৫২ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। পরে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে সফরকারীরা।
মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মাহিরা, এলিসা ও নুর দানিয়া।
বাংলাদেশের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরতেই তোপের মুখে পড়ে মালয়েশিয়া। বাংলাদেশে নারীদের বোলিং তোপে মাত্র ২৫ রানে ৪ উইকের হারিয়ে বসে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি মাস এলিসার দল।
এরপর নিয়মিত বিরতিতে উইকেরট হারাতে থাকা মালয়েশিয়া ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করে। এতেই ৯৭ রানের বিশাল এক জয় তুলে নেয় বাংলাদেশ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যে খেলোয়াড়ের বেতন মেসির চেয়ে বেশি
ক্রিফোস্পোর্টস/১২জুন২৩/এমএ