নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ বাংলাদেশের প্রথম ম্যাচে স্কটল্যান্ড কে হারিয়ে শুভসূচনা করে টাইগ্রেসরা। সেই সঙ্গে নারী বিশ্বকাপে দীর্ঘ ১০ বছর পর জয়ের দেখা পায় অধিনায়ক জ্যোতির দল। কিন্তু পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে দুর্দান্ত খেলেও শেষমেশ ম্যাচ হেরে বসে টাইগ্রেসরা। তাই পরবর্তী ম্যাচটা বাঘিনীদের জন্য ডু অর ডাই ম্যাচ।
পাঁচ দলের গ্রুপে দুই ম্যাচ খেলে ১ জয় এবং ১ হারে ২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অবস্থান করছে টাইগ্রেসরা। ৪ নম্বরে অবস্থান করা বাংলাদেশের সামনে এখনও রয়েছে শেষ চারে যাওয়ার সুযোগ। যদিও প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শেষ চারে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। বাংলাদেশ সময় রাত ৮ টায় আমিরাতে শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের লক্ষ্য নিয়ে স্পিনার নাহিদা বলেন, ইংল্যান্ডের বিপক্ষে হারটা আমাদের জন্য কষ্টের। কিন্তু আমরা পরবর্তী ম্যাচ জেতার জন্য কঠোর পরিশ্রম করেছি। কিভাবে নিজেদের উন্নতি করা যায় এবং সেগুলো মাঠে কাজে লাগানো যায় সেই চেষ্টায় করছি আমরা।’
এসময় বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে শততম উইকেট পাওয়া প্রথম নারী ক্রিকেটার নাহিদা আরও বলেন, ‘সেমিফাইনালে খেলতে হলে পরবর্তী ম্যাচ দুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আরও ইম্প্রুভ করতেছি যাতে করে ম্যাচ আমরা জিততে পারি।’
আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের সেমিফাইনালে খেলার সুযোগটাকে আরও সুগম করতে চান এই স্পিনার। এসময় তিনি আরও বলেন, সেমিফাইনালে খেলতে হলে আমাদের ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। তাহলে আমাদের জন্য সেমিফাইনালে যাওয়ার কাজটা কিছুটা কমে যাবে। তাই আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবো। জেতার জন্য যা যা করা উচিত সর্বোচ্চ চেষ্টা করবো সেগুলো করার।’
গ্রুপ বি’তে থাকা প্রতিটা দলই দুই ম্যাচ করে খেলেছে। এরইমধ্যে দুই ম্যাচের দুটিতেই জয় পেয়ে টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড। এছাড়াও ১টি করে জয় ও ১ টি করে হার নিয়ে ২,৩,৪ এ অবস্থান করছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। সমানসংখ্যক পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থাকায় ৪ নম্বরে অবস্থান করছে টাইগ্রেসরা। এদিকে দুই ম্যাচের দুটিতেই হেরে টেবিলের তলানিতে স্কটিশ মেয়েরা।
আরো পড়ুন : ফুটবলাঙ্গনের অপরিচিত ব্যক্তি কিনলেন বাফুফের সভাপতি ফরম
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৪/এসআর