Connect with us
ক্রিকেট

সাকিবকে হটিয়ে টিম সাউদির রেকর্ড

Team Southee's record by beating Shakib
টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে সাকিবকে টপকে গিয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। ছবি-ফাইল

সাকিব আল হাসান ও টিম সাউদির মধ্যে টি–টোয়েন্টি সংস্করণে রেকর্ড সর্বোচ্চ উইকেট নিয়ে বেশ ইঁদুর–বিড়াল খেলা হচ্ছিল। কিছুদিন সাউদি তো কিছুদিন সাকিব। এবার হয়তো মিউজিক্যাল চেয়ারের এই খেলা অনেক দিন বন্ধ থাকবে। অনেকদিনের জন্যই শীর্ষে উঠে গেলেন সাউদি।

গতকাল ইংল্যান্ডের সাথে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে জনি বেয়ারস্টোকে আউট করে আবারও শীর্ষে উঠে গিয়েছেন সাউদি। এখন নিউজিল্যান্ড পেসারের উইকেট সংখ্যা ১৪১টি। এত দিন সাকিবের সঙ্গে যৌথভাবে ১৪০ উইকেটে শীর্ষে ছিলেন তিনি।

নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের এখনো তিন ম্যাচ বাকি। যার ফলে উইকেটের সংখ্যা স্থির থাকার সুযোগও কম। তাই বলা যায়, আপাতত কিউই এই পেসারের কাছেই থাকছে সংক্ষিপ্ত সংস্করণের উইকেটের ব্যাটন ।

আগামী তিনমাসের মধ্যে বাংলাদেশের কোনো টি–টোয়েন্টি সিরিজ নেই। এশিয়া কাপ ও বিশ্বকাপের পর প্রথম যে টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সেটি আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষেই। হয়তো সাকিবের সঙ্গে সাউদিও খেলবেন ওই সিরিজে।

ফলে দুজনারই উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকবে তখন। এ বছরের মার্চে সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার।

আরও পড়ুন : হাঁটুর ব্যথা নিয়েই খেলবেন ফিজ?

ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৩/এমএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট