আর মাত্র ৩৬ দিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে দলগুলো। পিছিয়ে নেই বাংলাদেশও। সপ্তাহখানেক বাদে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ দলে খেলার সুযোগ মিলতে পারে অনেকের।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের দলে অনেকের জায়গাই পাকাপোক্ত। তবে বাকী জায়গা পূরণ করতে এই সিরিজের দিকেই তাকিয়ে থাকবে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল।
আর এই সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের প্লেনে চড়বেন এখনো জায়গা পাকাপোক্ত না হওয়া ক্রিকেটাররা।
এই সিরিজকে সামনে রেখে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই ক্যাম্পে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
সাকিব-মুস্তাফিজসহ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের জায়গা মোটামুটি পাকাই বলা যায়।
তবে বাকীদের সুযোগ রয়েছে এই সিরিজে ভালো করে বিশ্বকাপ দলে জায়গা পাকাপোক্ত করা। এই সিরিজের প্রস্তুতি ক্যাম্পে আরো জায়গা পেয়েছেন জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিনরা।
এদের মধ্যে জাকের আলি, রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলেছেন। ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কান সিরিজে আশা জাগিয়েছেন তারা। তাই বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দৌড়ে তারা এগিয়ে থাকবেন।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছেন পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৪৭.৯২ গড় ও ৮৯.১২ স্ট্রাইকরেটে ৬২৩ রান করেছেন তিনি। তাই বিশ্বকাপ দলে জায়গা করে নিতে এই সিরিজটি তার জন্য বিশাল সুযোগ।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিনের ভাগ্যও বদলে যেতে পারে এই সিরিজ দিয়ে। সবশেষ বিপিএলে চ্যাম্পিয়ন বরিশালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই অলরাউন্ডার।
বল হাতে ৯ ম্যাচে ১৫ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৪ ইনিংসে ১৮৫ স্ট্রাইক রেটে ৬৩ রান করেছেন এই অলরাউন্ডার। এই ফর্মকে কাজে লাগিয়ে আসন্ন এই সিরিজে ভালো করতে পারলেই বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ মিলতে পারে তার।
এছাড়া আরো যারা রয়েছেন এই সিরিজে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখতে পারবেন।
আগামী ৩ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর ৫, ৭, ১০ ও ১২ মে যথাক্রমে সিরিজের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: প্রথমবারের মতো এশিয়া কাপের আম্পায়ারিংয়ে সাথিরা জাকির জেসি
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/বিটি