Connect with us
ফুটবল

ফুটবল সম্রাটের জন্মদিন আজ, যেভাবে কোটি সমর্থকের মনে পেলে

Pele
কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। ছবি : সংগৃহীত

ফুটবলের সম্রাট হিসেবে খ্যাত ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। তাঁর প্রকৃত নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো। নিজের পায়ের জাদুতে ফুটবলকে দান করছেন অনন্য শেলী। জিতেছেন কোটি কোটি ভক্তের মন। অসাধারণ পায়ের জাদুতে গোল করেছেন ১ হাজার ২৮১ টি। কোটি কোটি ভক্তের ভালোবাসা ও দোয়ায় হলেন ফুটবলে সর্বকালের সেরা ফুটবলার। আজ তাঁর ৮৪তম জন্মদিন।

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস গেরাইস শহরের সাও পাওলো নামক গরীব বস্তিতে জন্ম ও বেড়ে ওঠা। ব্রাজিলের দরিদ্র এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা বসবাস করতো ওই অঞ্চলে। এছাড়াও ওই অঞ্চলের অর্থনৈতিক অবস্থাও ছিলো শোচনীয়। একটা ফুটবল কেনার সামর্থ্য ছিলো না তার পরিবারের। ফলে জাম্বুরা এবং বিভিন্ন নষ্ট কাপড় মুড়িয়ে বল বানিয়ে খেলতো পেলে।

১৯৫৬ সালে মাত্র ১৫ বছর বয়সে ক্লাব সান্তোসের হয়ে ক্লাব ফুটবলে অভিষেক ঘটে পেলের। সান্তোসের হয়ে খেলতে ডি ব্রিটো তাকে সাও পাওলোতে নিয়ে যান। এরপরে ১৯৫৬ সালের ৭ ই সেপ্টেম্বর করিনিয়ান্স দ্যা সান্তো আন্দ্রর বিপক্ষে অভিষেক ঘটে পেলের। ওই ম্যাচে ১ টি গোল করেন পেলে এবং তার দল জেতে ৭-১ ব্যবধানে।

১৯৫৭ সালের ৭ জুলাই আর্জেন্টিনার বিপক্ষে অভিষেক ঘটে পেলের। সেখানে দেশের হয়ে ১ টি গোল করে ব্রাজিলের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে যায়। গোল করার সময় পেলের বয়স ছিল ১৬ বছর ৯ মাস। যদিও ২-১ ব্যবধানে ম্যাচটি হেরেছিল ব্রাজিল।

পেলে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে খেলেছেন ৯২ ম্যাচ যেখানে গোল করেছেন ৭৭ টি। এছাড়াও জেষ্ঠ পর্যায়ের ক্লাবে তিনি ৬৯৪ ম্যাচ খেলে করেছেন ৬৫০ টি গোল। তাছাড়া ক্লাব ফুটবল, ফিফা ফ্রেন্ডলি এবং জাতীয় দল সবধরনের ফুটবল মিলিয়ে ১৩৬৩টি ম্যাচে ১২৮১টি গোল করেছেন।

ব্রাজিলের হয়ে ১৯৫৮,১৯৬২,১৯৬৬ এবং ১৯৭০ চারটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনটি বিশ্বকাপ জেতা খেলোয়াড় তিনি। তার সঙ্গে এই রেকর্ডে আছেন কেবল ব্রাজিলের আরেক ফুটবলার কাফু। এই দুইজন ছাড়া আর কেউ তিনটা বিশ্বকাপ জিততে পারেনি। যা ওয়ার্ল্ড গিনেস বুকেও স্বীকৃত। এছাড়াও বিশ্বের সর্বোচ্চ গোলদাতার স্থান এখনও পেলের দখলে।

পেলে ২০০০ সালে ‘শতাব্দীর সেরা ক্রীড়াবিদ’ হিসেবে অভিহিত হন। এছাড়াও ব্রাজিল সরকার তাঁকে রাষ্ট্রীয় সম্পদে ভূষিত করেন। ফুটবল ভক্তদের কাছে তিনি সবসময়ই ‘ফুটবল সম্রাট’ হিসেবে পরিচিত।

‘কালা মানিক’ খ্যাত এই ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড়ের জীবনাবসান ঘটে ২০২২ সালের ২৯ ডিসেম্বর। অনন্য ফুটবল শৈলীর কারণে আজও ভক্তদের হৃদয়ে গেঁথে আছে তাঁর নাম।

শুভ জন্মদিন ‘দ্য ফুটবল গ্রেট’ পেলে।

আরো পড়ুন : সাফে মুখোমুখি বাংলাদেশ-ভারত, ম্যাচটি সরাসরি দেখুন

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৪/এসআর

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল