Connect with us
ফুটবল

অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন কিছু করে দেখানোর ম্যাচ আজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন কিছু করে দেখানোর ম্যাচ আজ

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্ব আজ থেকে শুরু। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতির ম্যাচে আজ মেলবোর্নে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম বাংলাদেশ। শক্তিমত্তা ও র‌্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে সকারুরা। অসম শক্তির এই লড়াইয়ে সমর্থকদের চাওয়া একটি লড়াকু ম্যাচ উপভোগ করা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মেলবোর্নের অ্যামি পার্ক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টায় এবং স্থানীয় সময় রাত ৮ টায়। এর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ২০১৫ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। সে বার দুই লেগ মিলিয়ে ৯-০ গোলের তিক্ততা বরণ করেছিল লাল সবুজের দল।

এবার অবশ্য পরিস্থিত ভিন্ন। স্বাগতিকদের বিপক্ষে বুক চিতিয়ে লড়তে চায় জামাল-তারিকরা। তবে মেলবোর্নে বাংলাদেশের প্রতিপক্ষ কেবল অস্ট্রেলিয়া নয়, লড়তে হবে আবহাওয়ার বিরুদ্ধেও। জামাল ও তারিক এমন আবহাওয়ার সাথে অভ্যস্ত হলেও দলের বাকিদের মানিয়ে নিতে হচ্ছে কষ্ট করেই।

ম্যাচের আগে হেডকোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘মেলবনের আবহাওয়া বাংলাদেশের ফুটবলারদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে আমরা প্রফেশনাল দল, ছেলেরাও দ্রুতই মানিয়ে নিচ্ছে। আমরা এখানে পাঁচ দিন আগে এসেছি কন্ডিশনের সাথে নিজেদের খাপ খাওয়ানোর জন্য’।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘আমরা অবশ্যই গোল করার চেষ্টা করব। হয়তো সুযোগ খুব কম পাবো। তবে যতটুকুই সুযোগ আসবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। বাংলাদেশ কতটুকু এগিয়েছে তা পরীক্ষা করার ম্যাচ হবে এটি।’

তবে বাংলাদেশকে কোনভাবেই ছোট করে দেখছেন না অস্ট্রেলিয়া দলের কোচ গ্রাহাম আরনল্ড। তিনি বলেন, ‘গেল ছয় মাসে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার সুযোগ পেয়েছি। কিন্তু এখন আমরা বিশ্বকাপের বাছাই পর্বে আছি। এখানে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা প্রতিপক্ষকে দুর্বল ভেবে কোনো প্রকার সুযোগ দিতে চাই না। যেকোনো মূল্যে ম্যাচ গুলো জিততে চাই।’

গেল কিছুদিনে বাংলাদেশ দল হ্যাভিয়ের কাবরেরার হাত ধরে কতটা উন্নতি করেছে, সেটা প্রমাণ করার ম্যাচ হবে এটি। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভালো কিছু করে নতুন ইতিহাস গড়তে চাইবে জামাল-রাকিবরা। বাস্তবতা মাথায় রেখে দেশের সমর্থকরাও চাইবে ফলাফল যাই হোক একটি হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে।

বিশ্বকাপ বাছায়ের দ্বিতীয়পর্বে গ্রুপ ‘আই’ এর প্রথম ম্যাচ এটি। এই গ্রুপে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সাথে আরো রয়েছে লেবানন ও ফিলিস্তিন। গ্রুপে প্রতিটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে প্রতিপক্ষের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ের প্রথমপর্বে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল