ম্যাচ জিতলেই এএফসি কাপের গ্রুপ পর্বের টিকিট নিশ্চিত! এমন সমীকরণ সামনে নিয়ে সল্টলেকে আজ মোহনবাগানের মুখোমুখি হচ্ছে আবাহনী। দুই বাংলার এই লড়াই নিয়ে বাংলাদেশ ও কলকাতায় বইছে ফুটবল উন্মাদনা।
ম্যাচে ৬৫ হাজার ধারণক্ষমতার গ্যালারি যে পরিপূর্ণ হবে, তা সহজেই অনুমান করা যাচ্ছে, যেখানে মোহনবাগানের হয়েই মাঠে গলা ফাটাবেন অধিকাংশ দর্শক। মাঠের ১১ জনের সঙ্গে তাই গ্যালারিও আজকে আবাহনীর জন্য বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে।
তবে, সকল প্রতিকূলতা দূরে সরিয়ে মোহনবাগান গেরো কাটাতে মরিয়া বাংলাদেশের সাবেক লিগ চ্যাম্পিয়নরা। এএফসি কাপের গ্রুপ পর্বে আগে থেকেই আছে বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস, ভারতের ওদিশা এবং মালদ্বীপের মাজিয়া।
মাত্র এক সেশন প্রস্তুতি নিয়েই মোহনবাগানের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের আজকের প্রতিনিধিরা। মোহনবাগানের বিপক্ষে খেলার জন্য গতকাল কলকাতায় গেছে টিম আবাহনী।
প্রতিকূল কন্ডিশন এবং অতীতের তিক্ততায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে কঠিন চ্যালেঞ্জের সামনে মারিও লেমোসের দল। বিশেষ করে কাতার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার জেমস কামিংগসই বড় বাধা আবাহনীর জন্য।
গত বছরের ১৯ এপ্রিল এই কলকাতাতে প্লে-অফে মুখোমুখি হয়েছিল আবাহনী ও মোহনবাগান। সেই ম্যাচে ভারতের ক্লাবটির কাছে হেরে গ্রুপ পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল আকাশি-নীল জার্সিধারীরা।
তারকা বিদেশি না থাকা, কয়েকজনের ইনজুরির কারণে এবারের পথটা আরও কঠিন নাবিব নেওয়াজ জীবন ও শহিদুল আলম সোহেলদের। তিনবারের মুখোমুখি লড়াইয়ে ২০১৭ সালে ঢাকায় ১-১ গোলে ড্র ছাড়া বাকি দুটিতে হেরেছিল আবাহনী।
সল্টলেকে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু আজ
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৩/এমএইচ