আজ (রোববার) রিয়াল-বার্সার এল ক্লাসিকো মহারণ। বছরের প্রথম এই মহারণে মুখোমুখি হতে যাচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ১ টায় ক্লাব ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হবে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে প্রতি বছর বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকে।
লা লিগার এই ম্যাচটিতে দল দু’টি মুখোমুখি হওয়ার আগে অবশ্য দুই শিবিরের পরিস্থিতিই ভিন্ন রকমের। লিগে মাত্র ৭ ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় স্থানে থাকা বার্সার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। অপর দিকে সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান দুই নম্বরে। ঘরের মাঠে রিয়াল তাই নিশ্চয়ই চাইবে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে।
এছাড়াও সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের হট ফেভারিট ম্যানচেস্টার সিটিকে তাদের নিজেদের মাটিতে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে রিয়াল। আজকের হাইভোল্টেজ ম্যাচের আগে তাই শেষ ম্যাচের অভিজ্ঞতা নিশ্চয়ই তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। নিজেদের শেষ পাঁচ ম্যাচে অপরাজিত কার্লো আনচেলত্তির শীষ্যরা আছে দুর্দান্ত ফর্মে।
অন্য দিকে লিগে ভালো সময় কাটালেও পিএসজির কাছে ঘরের মাঠে নাস্তানাবুদ হয়ে ইউসিএল থেকে বিদায় নিতে হয়েছে জাভি হার্নান্দেজের বার্সেলোনাকে। সেই ক্ষত এখনো তাদের কাছে টাটকা হয়ে থাকার কথা। লিগেও ইতোমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে ৮ পয়েন্টে পিছিয়ে তারা। তাই ঘুরে দাঁড়ানোর ম্যাচে মাঠে নামার আগে রিয়ালের থেকে বার্সা যে কিছুটা মানসিকভাবে পিছিয়ে থাকবে সেটা স্পষ্ট।
এল ক্লাসিকোর আগে সংবাদ সম্মেলনে এসে জাভি হার্নান্দেজ বলেন, ‘রবিবার আমরা জয়ের জন্য মাঠে নামবো। আমাদের নজর শিরোপার দিকে। আমাদের আবেগ ধরে রেখে সামনের দিকে আগাতে হবে। আরেকটি হতাশার (চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে হেরো যাওয়া) রাত আমরা হজম করতে চাই না। যদিও রিয়াল মাদ্রিদ আমাদের চেয়ে মানসিকভাবে এখন এগিয়ে রয়েছে।’
রিয়াল বস আনচেলত্তিও বার্সাকে নিয়ে বেশ সতর্ক,’আমাদের কঠিন লড়াই করতে হবে। প্রতিপক্ষ হিসেবে বার্সা অনেক শক্তিশালী। তারা এখনও শিরোপার লড়াইয়ে আছে। আমি নিশ্চিত, অন্য সব ক্লাসিকোর মত এটিও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।’
এল ক্লাসিকোর অফিশিয়াল ম্যাচগুলোর দিকে তাকালেও আনচেলত্তির কথার প্রমাণ পাওয়া যায়। সব দিক দিয়েই লস ব্লাঙ্কোসরা কিছুটা এগিয়ে থাকলেও বার্সাও খুব একটা পিছিয়ে নেই।
এখন পর্যন্ত মোট ২৫৬ টি এল ক্লাসিকোতে রিয়াল জিতেছে ১০৪ টি, বার্সার জয় ১০০ টিতে। বাকি ৫২ ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচগুলোতে রিয়ালের করা ৪র০ গোলের বিপরীতে বার্সার গোল সংখ্যা ৪১৭ টি। অবশ্য দুই দলের প্রীতি ম্যাচের লড়াইয়ে ব্লাউগ্রানারা ঢের এগিয়ে আছে। ৪২ টি প্রীতি ম্যাচে লস ব্লাঙ্কোসদের জয় মোটে ৬ ম্যাচে, বার্সা জিতেছে ২৪ টি আর বাকি ১২ ম্যাচ ড্র হয়েছে।
আরও পড়ুন: মেসির সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় কত?
ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৪/এমএস/এফএএস