Connect with us
আজকের খেলা

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনসহ আজকের খেলা (৩১ অক্টোবর ২৪)

today's game including Bangladesh test (31 October 24)
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট। ছবি- ক্রিকইনফো

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আজ ফের মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আছে মেয়েদের বিগ ব্যাশ লিগের খেলা। আজ দেখা যাবে টেনিসে প্যারিস মাস্টার্স এর শেষ ষোলোর খেলা। রয়েছে সৌদি প্রো-লিগের ম্যাচ।

এক নজরে টেলিভিশনের পর্দায় আজকে যা দেখবেন :

চট্টগ্রাম টেস্ট: তৃতীয় দিন
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
সকাল দশটায় শুরু
সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস

মেয়েদের বিগ ব্যাশ লিগ 
সিডনি থান্ডার বনাম হোবার্ট হারিকেন্স
দুপুর সোয়া দুইটায় শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১

টেনিস: প্যারিস মাস্টার্স 
শেষ ষোলো পর্ব
বিকেল চারটায় শুরু
সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন ৫

সৌদি প্রো লিগ 
আল ইত্তিহাদ বনাম আল আহলি
রাত বারোটায় শুরু
সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন ২

আরও পড়ুন: এবারও ছাদখোলা বাসে বরণ করা হবে সাফজয়ীদের

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in আজকের খেলা