Connect with us
ফুটবল

আচমকা ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন টনি ক্রুস

Toni Kroos announced his retirement from football
রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ছবি- সংগৃহীত

ফুটবল থেকে আচমকা অবসরের ঘোষণা দিলেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে রিয়াল মাদ্রিদ তথ্যটি নিশ্চিত করেছে। ২০২৪ ইউরো ফুটবলের আয়োজক হয়েছে জার্মানি। ঘরের মাটিতে এই প্রতিযোগিতার মধ্য দিয়েই ফুটবলের বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ক্রুস।

সে অর্থে বলাই যায়, ২০২৩/২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে আর একটি ম্যাচেই দেখা যাবে টনি ক্রুসকে। ১ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটিই রিয়াল মাদ্রিদের জার্সিতে জার্মান মিডফিল্ডারের জন্য শেষ ম্যাচ হতে চলেছে।

ক্রুসের বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের ফেসবুক পেইজে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে, টনি ক্রুস ২০২৪ ইউরোর মধ্য দিয়ে তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদ টনি ক্রুসের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতে চায়। তিনি এমন একজন খেলোয়াড় যিনি ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের ইতিহাসের অংশ এবং বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি।’

৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার লস ব্লাঙ্কোসদের ডেরায় যোগ দিয়েছিলেন আজ থেকে ১০ বছর আগে ২০১৪ বিশ্বকাপের পর। মজার বিষয় হলো, তখনও স্প্যানিশ জায়ান্টদের কোচ ছিলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। আর ১০ বছর পর ক্রুসের ক্লাব ক্যারিয়ারের শেষ সময়েও তিনি আনচেলত্তির অধীনেই খেলছেন। শোনা যায়, তৎকালীন কার্লো আনচেলত্তির অনুরোধেই নাকি টনি ক্রুসকে বায়ার্ন মিউনিখ থেকে কিনে এনেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

রিয়ালে কাটানো ১০ বছরে মোট ২২ টি শিরোপা জিতেছেন ক্রুস, ম্যাচ খেলেছেন ৪৬৩ টি। রিয়ালের হয়ে শিরোপার মধ্যে ৪ টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪ টি ইউরোপিয়ান সুপার কাপ, ৪ টি লা লিগা, ৪ টি স্প্যানিশ সুপার কাপ, ৫ টি ক্লাব বিশ্বকাপ ও ১ টি কোপা দেল রে জিতেছেন। এছাড়া জার্মানির হয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি তো আছেই।

রিয়ালের আগে বায়ার্ন মিউনিখের হয়েও ১০ টি শিরোপা জিতেছেন এই জার্মান তারকা। বাভারিয়ানদের হয়ে ৩ টি বুন্দেসলিগা, ৩ টি জার্মান কাপ, ২ টি জার্মান সুপার কাপ, ১ টি ফিফা ক্লাব বিশ্বকাপ ও ১ টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই কিংবদন্তি ফুটবলার।

আরও পড়ুন: চলে গেলেন চার বিশ্বকাপ খেলা জার্মান ডিফেন্ডার 

ক্রিফোস্পোর্টস/২১মে২৪/এমএস/বিটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল