২০২৪ পেরিয়ে ২০২৫ সালে পা রেখেছে বিশ্ব। বিদায়ী বছরে বেশ ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ২০২৪ সালে আইসিসি ইভেন্টে কোনো সাফল্য না আসলেও দ্বিপাক্ষিক সিরিজে বেশ কয়েকটি সাফল্য পেয়েছে বাংলাদেশ। আর এই সাফল্যের পেছনে কেউ ব্যাট হাতে, কেউবা বল হাতে, কেউবা দুই বিভাগেই অবদান রেখেছেন। এ পর্যায়ে দেখে নেব ২০২৪ সালে বাংলাদেশের সেরা পাঁচ রান সংগ্রাহক কারা।
বিদায়ী বছরে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন মেহেদি হাসান মিরাজ। অন্যান্য সময়ের তুলনায় তার ব্যাটিংয়ে বড় উন্নতি হয়েছে৷ আর তাতেই বাজিমাত করেছেন এই ডানহাতি। ২০২৪ সালে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মিরাজ। ৩০ ইনিংসে ৩৭.৯৬ গড়ে ১০২৫ রান করেছেন তিনি। যেখানে ৭ টি অর্ধশতক রয়েছে।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। তিন ফরম্যাট মিলিয়ে ৪০ ইনিংসে ২৫.২৮ গড়ে ৯৬১ রান করেন তিনি। বিদায়ী বছরে একটি শতকের পাশাপাশি ৩টি অর্ধশতকের দেখা পান এই বাঁহাতি ব্যাটার।
আরও পড়ুন:
» দল পেয়েও খেলতে না পারার অনিশ্চয়তায় তাইজুল-রিশাদরা
» বিশ্বকাপে এবারো অস্ট্রেলিয়াকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ
বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেন জাকের আলী। বিশেষ করে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরটা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে৷ এই সফরে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সবমিলিয়ে ২৮ ইনিংসে ৩২.৮৬ গড়ে ৭২৩ রান করেন জাকের। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও ৬টি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে।
এই তালিকার চতুর্থ স্থানে আছেন লিটন কুমার দাস। ২০২৪ সালটা ব্যাট হাতে খুব ভালো যায়নি এই উইকেটরক্ষক ব্যাটারের। তবুও রান সংগ্রাহকের তালিকায় উপরের দিকেই ছিলেন লিটন। ২০২৪ সালে তিন ফরম্যাট মিলিয়ে ৪১ ইনিংসে ৭০৯ রান করেছেন তিনি। যেখানে তার গড় ছিল ১৭.৭২। সেরা পাঁচে থাকা অন্যান্য ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম গড় লিটনের। এমনকি এই তালিকায় ২০ এর কম গড়ে রান তুলেননি কেউ।
তালিকার পাঁচ নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকদিন আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন রিয়াদ। ২০২৪ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৬ ইনিংসে ৩১.৩৮ গড়ে ৬৫৯ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। যেখানে ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। এছাড়া বিদায়ী বছরে টি-টোয়েন্টি থেকেও অবসরে গেছেন এই তারকা।
২০২৪ সালে বাংলাদেশের সেরা পাঁচ রান সংগ্রাহক:
নাম | রান | গড় | সেঞ্চুরি | হাফ সেঞ্চুরি |
মেহেদি হাসান মিরাজ | ১০২৫ | ৩৭.৯৬ | – | ৭ |
নাজমুল হোসেন শান্ত | ৯৬১ | ২৫.২৮ | ১ | ৩ |
জাকের আলী | ৭২৩ | ৩২.৮৬ | – | ৬ |
লিটন দাস | ৭০৯ | ১৭.৭২ | ১ | ২ |
মাহমুদউল্লাহ রিয়াদ | ৬৫৯ | ৩১.৩৮ | – | ২ |
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/বিটি