বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে এখনও মাঠে গড়ায়নি এই ম্যাচ। বৃষ্টির কারণে বিলম্ব হয়েছে ম্যাচের টসেও। তবে স্বস্তির বিষয় ইতোমধ্যেই থেমেছে বৃষ্টি, পরিষ্কার হয়েছে আকাশ। তবে ভেজা আউটফিল্ডের কারণে এখনও হয়নি টস।
আজ বুধবার (২১ আগস্ট) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হবে বাংলাদেশ বনাম পাকিস্তানের এই ম্যাচ। বৃষ্টি বাধায় শুরু হতে না পারা এই ম্যাচে দফায় দফায় মাঠ পরিদর্শন করেছেন ম্যাচ অফিসিয়ালসরা। পরবর্তী মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি ঘড়িতে দুপুর ২টায়। এরই মধ্যে উভয় দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যাহ্নভোজ গ্রহণ করেছেন।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়েছে ঘন্টাখানেকের ওপর। সূর্যের দেখা মেলায় ম্যাচ হওয়া নিয়ে ইতিবাচক পরিস্থিতি বিরাজ করছে। উইকেটে স্ট্যাম্প লাগানো সম্পূর্ণ হয়েছে আরও আগেই। তাই পরবর্তী পরিদর্শনে মাঠের আউটফিল্ড ম্যাচ পরিচালনার অনুকূল হলে দ্রুত হয়ে যেতে পারে ম্যাচের টস। আর সেই হিসেবে দুপুর আড়াইটা নাগাদ শুরু হতে পারে খেলা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা এই ম্যাচটি উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এদিকে লাল বলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ও পাকিস্তান খেলেছে ১৩ ম্যাচ। যার মধ্যে ১২ বারই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান, অপর ম্যাচ হয়েছে ড্র। তাই এই সিরিজে বাংলাদেশের সামনে থাকবে প্রথমবারের মতো পকিস্তানকে টেস্টে হারানোর সুযোগ।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট পেল নতুন অভিভাবক, কে এই ফারুক আহমেদ
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/এফএএস