রাজকোট টেস্টে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার অনিশ্চয়তার পর এবার নাও দেখা যেতে পারে দ্বিতীয় টেস্টে ম্যাচসেরা বোলার জসপ্রীত বুমরাহকে। সিরিজ শুরুর আগেই পারিবারিক কারণ দেখিয়ে প্রথম দুই ম্যাচ থেকে ছুটি নিয়েছিলেন ভারতীয় গ্রেট বিরাট কোহলি। অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও চোটে পড়ে রাজকোট টেস্ট থেকে ছিটকে গেছেন।
তৃতীয় টেস্টে ফেরার কথা থাকলেও এখনও কোহলির তৃতীয় টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। রাজকোটে জাদেজারও ফেরা সম্ভব নয়। এর মধ্যেই পেসার জসপ্রীত বুমরাহকে তৃতীয় টেস্টে বিশ্রাম দেয়ার কথা ভাবছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে ভারতের ভক্ত-সমর্থকদের জন্য খুশির সংবাদ, চোটে পড়া কেএল রাহুলকে তৃতীয় টেস্টের দলে দেখা যেতে পারে।
বুমরাহকে বিশ্রাম দেয়া হলে তার জায়গায় দেখা যেতে পারে আরেক ডান হাতি পেসার মোহাম্মদ সিরাজকে। বিশাখাপত্তমে সিরাজকে বিশ্রামে রাখা হয়েছিল। দ্বিতীয় টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া বুমরাহকে অবশ্য অন্য কোন কারণ বা ইনজুরির জন্য বিশ্রাম দেয়া হচ্ছে না। পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই টেস্টে বুমরাহকে দলে পেতেই টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত।
দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিলেন ভারতের তরুণ ওপেনার জশস্বী জয়সওয়াল। কিন্তু প্রথম ইনিংসে বল হাতে ৬ উইকেট নেয়ায় আজ ম্যাচ সেরার পুরস্কার উঠেছে পেসার বুমরাহর হাতে।
আরও পড়ুন: ইংলিশদের হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এমএস/এফএএস