দেশের ক্রিকেটে নিজের জাত ভালোভাবেই চিনিয়েছেন তাওহীদ হৃদয়। স্বপ্নবাজ এই তরুণ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের তারকা। সেই ছোট তারকা আজ ধীরে ধীরে রূপ নিচ্ছে নক্ষত্রে। তার ধারাবাহিকতা মিলছে ব্যাটেও। ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করা হৃদয় খেলতে গিয়েছেন শ্রীলংকান প্রিমিয়ার লিগে। সেখানে নিজের প্রথম ম্যাচেই দেখিছেন ভেলকি।
লঙ্কান প্রিমিয়ার লিগে জাফিনা কিংসের হয়ে খেলছেন হৃদয়। রবিবার (৩০ জুলাই) রাতে কলম্বো স্ট্রাইকার্সের বিরুদ্ধে খেলতে নেমেছেন এই হার্ডহিটার। ৬৬ রানে ৩ উইকেট পড়ার পর ক্রিজে নামেন হৃদয়। মাত্র ৩৯ বল খেলে রান করেন ৫৪। ৪টি চার ও একটি ছক্কার দুর্দান্ত মার ছিল হৃদয়ের ইনিংসে।
করুণারত্নের বলে নাসিম শাহর হাতে ক্যাচ দিয়ে যখন ফেরেন তখন ইনিংসের বাকি আছে আর ৯টি বল। রান দেড়শ পার হয়ে যাওয়ায় সবাই বাহবা দেন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামে জাফনা। প্রিয়ামালকে নিয়ে ৪১ এবং দিমুথ ওয়াল্লাগেকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি।
এই দুই জুটির ওপর ভর করে ১৭০ পেরোনো স্কোর পায় জাফনা। জাফনার হয়ে দিনুশ ওয়াল্লাগে ২৫, প্রিয়ামাল পেরেরা ২২, রহমানুল্লাহ গুরবাজ ২১, থিসারা ১৫ ও নিশান মাদুশাঙ্কা ১২ রান করেন।
আরও পড়ুন: নাম না জানানো ৩২ জনকে নিয়ে বিসিবির ক্যাম্প শুরু সোমবার
ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৩/এজে