Connect with us
ক্রিকেট

ছক্কা হাকানোর কৌশল জানালেন তাওহীদ হৃদয়

Towhid Hridoy told the strategy of hitting sixes
তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

মুশফিকুর রহমান পরবর্তী বাংলাদেশের মিডল অর্ডারে নতুন ভরসার নাম তাওহীদ হৃদয়। গত এক বছর ধরে জাতীয় দলের হয়ে মিডল অর্ডারে নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন এই উঠতি তারকা। পাশাপাশি তিনি ছক্কা হাকাতেও অনেক পারদর্শী।

বাংলাদেশের ক্রিকেটাররা সাধারণত খুব বেশি ছক্কা মারেন না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম তাওহীদ হৃদয়। ব্যাটিংয়ে নেমে নিয়মিত ছক্কা হাকান তিনি। এমনকি কোনো কোনো ম্যাচে চারের চেয়ে ছক্কাই বেশি মারেন তিনি।

শনিবার (৮ জুন) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে ১ চার ও ৪ ছয়ের মারে ২০ বলে ৪০ রান করেন তিনি। যার মধ্যে বর্তমান বিশ্ব টি-টোয়েন্টিতে সেরা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ওভারে টানা ৩টি ছক্কা মেরেছেন তিনি।

হৃদয়ের এমন ছক্কা মারার কৌশল কী? বিসিবির দ্য গ্রিন রেড স্টোরিতে আগেই জানিয়েছেন হৃদয়। তার ছক্কা মারার কৌশল নিয়ে আজ (শনিবার) একটি ভিডিও প্রকাশ করেছে বিসিবি।

ভিডিওতে হৃদয় বলেন, ‘ম্যাচে তৎক্ষণাৎ যেটা দরকার আমি চেষ্টা করি সেভাবে খেলার জন্য। দলের যদি এক ওভারে ২-৩ ছয় দরকার হয় তাহলে একভাবে, আর দলের জন্য যদি এক ওভারে সবগুলো বলই ডট খেলতে হয় তাহলে সে পরিকল্পনা অনুযায়ী খেলি।’

ছক্কার মারার রহস্য নিয়ে তিনি বলেন, রহস্য আসলে কিছুই না। একটা সময় ছক্কা মারতে পারতাম না, এখন পারি। মানুষ চাইলে অনেক কিছুই সম্ভব। মানুষ যদি মন থেকে চায় এবং সে অনুযায়ী কঠোর পরিশ্রম করে, সঠিক উপায়ে এগোয় তাহলে যেকোনো কিছুই সম্ভব।’

হৃদয়ের কথায় অনেকটা স্পষ্ট যে, তিনিও একসময় ছক্কা মারতে পারতেন না। তবে সঠিক পদ্ধতিতে কঠোর পরিশ্রম করে তিনি ধীরে ধীরে ছক্কা মারায় পারদর্শী হয়ে উঠেছেন।

আরও পড়ুন: রিশাদের হাত ধরে লেগস্পিনারের অভাব পূরণ হতে যাচ্ছে? 

ক্রিফোস্পোর্টস/৮জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট