ভারতকে বিশ্বকাপ ফাইনালে হারাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ট্রাভিস হেড। আসরের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতেও ম্যাচ সেরা হয়ে অবদান রেখেছিলেন। এবার নভেম্বর মাস জুড়ে অস্ট্রেলিয়ার হয়ে অনবদ্য পারফরমেন্সের জন্য আইসিসি থেকে স্বীকৃতি পেলেন এই অজি অলরাউন্ডার। নভেম্বরের মাসসেরা নির্বাচিত হয়েছেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পেয়েছিলেন এই বাঁ হাতি। পরে স্ক্যান রিপোর্টে তার চিড় ধরা পড়লে অনেকেই ভেবেছিলেন হেডের বিশ্বকাপ মিশনে যোগদান হয়তো আর হবে না। এরপরেও তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছিলেন অজি কোচ যার প্রতিদান কি অসাধারণভাবেই না দিয়েছেন এই অলরাউন্ডার। প্রথম কয়েক ম্যাচে একাদশে না থাকলেও চোট থেকে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে শতক হাঁকিয়ে নিজের উপর রাখা আস্থার প্রতিদান দিয়েছিলেন এই বাঁ হাতি।
সেমিফাইনাল এবং ফাইনালেও হয়েছিলেন ম্যাচ সেরা। বিশ্বকাপ ফাইনালে তো ১৩৭ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলে ভারতীয়দের চোখের জলেই ভাসিয়েছেন তিনি। অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন তাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। অথচ ফাইনালে অস্ট্রেলিয়া ৫০ রান পেরোনোর আগেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পরে যায়। সেখান থেকেই ল্যাবুশেনকে সাথে নিয়ে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। পরিস্থিতি বুঝে কখনো দেখেশুনে খেলেছেন আবার ভারতীয় বোলারদের উপর পাল্টা আক্রমণ করে তাদের উপর চাপেরও সৃষ্টি করেছেন।
এদিকে বাংলাদেশের প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে নভেম্বরের প্লেয়ার অব দ্যা মান্থ হয়েছেন স্পিনার নাহিদা আক্তার। মাসসেরার দৌড়ে নাহিদা পেছনে ফেলেন তারই জাতীয় দলের সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে।
আরও পড়ুন: ৯ উইকেটের বিশাল জয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের যুবারা
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৩/এমএস/এমটি