Connect with us
ক্রিকেট

ভারতীয় সমর্থকের ঘৃণার শিকার ট্রাভিস হেডের পরিবার

Travis Head
জয়ের পর ট্রফির সাথে হেড ও তার স্ত্রী। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারানোর রাতে অন্যতম সেরা পারফরমার ছিলেন ট্রাভিস হেড। বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং – তিনটিতেই দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। হেডের করা ১৩৭ রানের অনবদ্য ইনিংসেই মূলত ভারতকে এক কথায় উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এবার সেই ট্রাভিস হেডের পরিবারকেই ধ/র্ষ/ণে/র হুমকি দিল এক ভারতীয় ক্রিকেটপ্রেমী।

গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে ব্যাটিংয়ে আসে স্বাগতিক ভারত। দুর্দান্ত খেলতে থাকা রোহিতের অসাধারণ এক ক্যাচ তালুবন্দী করে ভারতীয়দের নিশ্চুপ করে দেন হেড। পরে বল হাতেও দারুণ করেছেন এই অজি অলরাউন্ডার৷ আর ব্যাট হাতে তো শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া অজি ব্যাটিং লাইনআপকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অস্ট্রেলিয়াকে একদম জয়ের বন্দরের কাছাকাছি নিয়ে যেতে খেলেন ১২০ বলে ১৩৭ রানের ঐতিহাসিক এক ইনিংস।

ট্রাভিস হেডের ব্যাটিংটাই গতকাল মূলত দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালেও এই হেডের সেঞ্চুরির কল্যাণেই ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতীয়দের বারবার স্বপ্ন ভঙ্গের দায় তাই ট্রাভিস হেডের উপরই হয়তো বর্তায়। এতেই হেডের উপরে বেশ চটেছেন কয়েকজন ভারতীয় ক্রিকেটপ্রেমী।

রবিবার ফাইনাল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি হেডের পরিবারকে হুমকি দেয়া হয়। তার স্ত্রীসহ এক বছরের কন্যা সন্তানকেও ধ/র্ষ/ণে/র হুমকি দেয়া হয়েছে। অবশ্য এমন কদর্য আক্রমণ এবং জঘন্য মানসিকতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছেন খোদ ভারতেরই অনেক ক্রিকেটপ্রেমীরা। অনেকে আবার পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

বিশ্বকাপ উপলক্ষে সস্ত্রীক এক বছরের কন্যা সন্তানকে নিয়েই ভারতে অবস্থান করছিলেন এই অজি ওপেনার। বিশ্বকাপ ফাইনালে তার স্ত্রী স্টেডিয়ামে বসে খেলাও দেখেছেন। ম্যাচ শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রফির সাথে ছবিও তুলেছেন। চোটের কারণে প্রথম পাঁচ ম্যাচে খেলতে না পারা ট্রাভিস হেড একাদশে ফিরেই দলের বিশ্বকাপ জয়ে অন্যতম বড় ভূমিকা রাখেন।

আরও পড়ুন: আইসিসি ঘোষিত সেরা একাদশে জায়গা পেল কারা

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট