একসময় আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে নিয়মিত আয়োজিত হতো ত্রিদেশীয় সিরিজ। তবে বর্তমান সময়ে সেটা অনেকটাই বিলুপ্ত। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো ত্রিদেশীয় সিরিজ আয়োজন করলেও পূর্ণ সদস্য দেশগুলোর ভাবনায় নেই ত্রিদেশীয় সিরিজ।
সবশেষ ২০২২ সালে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোকে নিয়ে মাঠে গড়িয়েছিল ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে সেই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ। তবে এবার ফিরছে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ।
সবশেষ ২০১৯ সালে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ। যেখানে অংশ নিয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল টাইগাররা। সাকিব-মাশরাফিদের ইতিহাসগড়া জয়ের ৬ বছর পর ফিরছে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ।
আরও পড়ুন:
» একুশে পদক পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল
» বিপিএলে তাসকিনের রেকর্ডে ভাগ বসাতে পারবেন খালেদ?
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে চলতি মাসেই পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে।
আগামী ৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। ১০ ফেব্রুয়ারি একই মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কিউইরা। ১২ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ১৪ ফেব্রুয়ারি এর ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালসহ সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৫/বিটি