সিলেটে ঐতিহ্যবাহী কোন কিছুর কথা বলতে গেলে সবার প্রথমেই আমাদের মাথায় আসে সেখানকার চা বাগানের কথা। সেটা অবশ্য অমূলকও নয়। তাই সিলেটে কোন সিরিজ আয়োজন করলে বিসিবি সাধারণত চা বাগানকেই ক্রিকেট বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু এবার কিছুটা ব্যতিক্রমী হয়ে জেলার ১৫০ বছরের পুরোনো আমজাদ আলীর ঘড়ির সামনে বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচনের আয়োজন করে ক্রিকেট বোর্ড।
আগামীকাল (২৮ এপ্রিল) পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল চারটায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তার আগে আজ বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রিত কৌর।
সিলেট জেলার বিখ্যাত আলী আমজাদের ঘড়ি প্রতিষ্ঠা করা হয় ১৮৭৪ সালে। সুরমা নদীর পাড় ও সারদা হলের মাঝে শহরের জিরো পয়েন্টের ১০০ মিটারের মধ্যেই এটির অবস্থান।
তৎকালীন বড়লাট লর্ড নর্থব্রুকের সিলেট সফরকে কেন্দ্র করে ঘড়িটি প্রতিষ্ঠা কর হয়েছিল। তার প্রতি শ্রদ্ধাস্বরূপ মৌলভীবাজারের কুলাউড়ার পৃত্থিমপাশার সে সময়কার জমিদার নবাব আলী আহমদ খান তার ছেলের নামে ঘড়িটির নামকরণ করেছিলেন।
ট্রফি উন্মোচনের আগে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার। সেখানে চলমান তীব্র তাপ প্রবাহ ছাড়াও বাংলাদেশ-ভারত সবশেষ ওয়ানডে সিরিজের অপ্রীতিকর ঘটনা নিয়ে কথা বলতে হয় তাকে।
আসন্ন সিরিজ নিয়ে নাহিদার ভাষ্য, ‘এই গরমে এখন সবাই কষ্টে আছে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের মানিয়ে চলতে হবে। এখানে অজুহাদের কোন সুযোগ নেই। ঢাকার তুলনায় এখানে আমরা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এসব নিয়ে চিন্তা না করে আমাদের এখন পুরো মনোযোগ খেলার প্রতি।’
দু’দলের সবশেষ ওয়ানডে সিরিজে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছিলেন ভারত অধিনায়ক। সেজন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল তাকে। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েও ব্যাঙ্গাত্বক কথা বলেছিলেন তিনি।
সে প্রসঙ্গে নাহিদার সোজাসাপ্টা জবাব, ‘আমরা ওসব নিয়ে মোটেই চিন্তা করছি না। আমাদের পুরো মনোযোগ খেলার প্রতি, কিভাবে জিততে পারি সে সব নিয়ে আমরা ভাবছি।’
আরও পড়ুন: ভারত আমাদের অবশ্যই হালকাভাবে নেয়নি: জ্যোতি
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৪/এমএস/বিটি