বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজ সমাপ্তির মধ্য দিয়ে শেষ হয়েছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগ পর্ব।
সুপার লিগের উইকেট শিকারে তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
এদিকে সর্বোচ্চ উইকেট শিকার করে তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান স্পিনার এডাম জাম্পা। ১৮ ম্যাচ খেলে সর্বোচ্চ ৪১ উইকেট নিয়েছেন তিনি। তার বোলিং গড়- ১৯.৭৩।
এছাড়া ৪০ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। আর ৩৪ উইকেট নিয়ে তৃতীয়স্থানে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ।
অপরদিকে সুপার লিগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ উইকেট নিয়ে তালিকার ৬ষ্ঠ স্থানে সাকিব আল হাসান। তার বোলিং গড়- ২৪.০৩। আর ২২ ম্যাচে ৩০ উইকেট নিয়ে ৯ নম্বরে টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ।
এডাম জাম্পা (অস্ট্রেলিয়া) |
আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ) |
আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) |
ক্রেইগ ইয়াং (আয়ারল্যান্ড) |
জশ লিটল (আয়ারল্যান্ড) |
সাকিব আল হাসান (বাংলাদেশ) |
রশিদ খান (আফগানিস্তান) |
ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে) |
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) |
হারিস রউফ (পাকিস্তান) |
আরও পড়ুন : বার্সার কাছে মেসির পাওনা ৬১২ কোটি টাকা
ক্রিফোস্পোর্টস/১৬মে২০২৩/এসএ