Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে সুখবর পেলেন দুই বাংলাদেশি নারী ক্রিকেটার

Two Bangladeshi women cricketers got good news from ICC
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দুই নারী ক্রিকেটার। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ওয়ানডেতে ৩-০ তে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টিতেও ইতোমধ্যে ২-০ সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

দলের এমন ব্যর্থতার দিনেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে আইসিসি থেকে সুখবর পেলেন অধিনায়ক জ্যোতি ও পেসার মারুফা আক্তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ চারের মারে ৬২ রান করে অপরাজিত ছিলেন জ্যোতি। আর তারই সুবাদে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন এই তারকা। বাংলাদেশিদের মধ্যে এখন তিনিই সর্বোচ্চ স্থানে।

আর টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন মারুফা আক্তার। তবে বাংলাদেশের হয়ে শীর্ষস্থানে (২১) থাকা রাবেয়া খানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

ব্যাটারদের মধ্যে বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। আর বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন ইংলিশ তারকা সোফি এক্লেস্টোন। এছাড়া অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার হেইলি ম্যাথিউস।

আরও পড়ুন: টেস্টে ব্যর্থতার পেছনে ঘরোয়া ক্রিকেটেকে দায়ী করলেন মুমিনুল 

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট