Connect with us
ফুটবল

জাতীয় দলে একসঙ্গে ডাক পেলেন দুই ভাই সাদ ও তাজ উদ্দিন

Saad Uddin and Taj Uddin
তাজ উদ্দিন ও সাদ উদ্দিন। ছবি- সংগৃহীত

এশিয়া অঞ্চলে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী মার্চে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোকে সামনে রেখে বুধবার (২৮ ফেব্রুয়ারি) ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

হ্যাভিয়ের ক্যাবরেরার এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের নিয়মিত মুখ ডিফেন্ডার সাদ উদ্দিন। তবে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন সাদ উদ্দিনের আপন ছোট ভাই তাজ উদ্দিন।

তাজ উদ্দিন খেলেন রাইট ব্যাক পজিশনে। বর্তমানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলছেন এই ফুটবলার। আর সাদ উদ্দিন খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে।

এর আগেও বাংলাদেশ জাতীয় দলের ফুটবলে দুই ভাই একসঙ্গে ডাক পাওয়ার ঘটনা ঘটেছে। ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছিলেন দুই ভাই শরীফুজ্জামান ও নওশেরুজ্জামান। মালয়েশিয়ার মারদেকা কাপে বাংলাদেশ দলের অভিষেক ম্যাচে তাদেরও অভিষেক হয়েছিল।

আগামী ২১ মার্চ বাছাইপর্বের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দলে দুই ভাইকে একসঙ্গে দেখা যেতে পারে ।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল