বছরটা ভালোই কাটছে বাংলাদেশের নারী ক্রিকেটের। ব্যাটে বলে দারুণ নৈপূণ্য দেখাছেন টাইগ্রেসরা। চলতি বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় এর দুমাস পরেই ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়া। এছাড়া সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয়। সামনে সিরিজ জেতার হাতছানি। সব মিলে উড়ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ভালো খেলার স্বীকৃতিও পাচ্ছেন টাইগ্রেসরা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাস সেরার তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার। তারা হলেন- বোলার নাহিদা আক্তার ও টপ অর্ডার ব্যাটার ফারজানা হক।
আইসিসির প্রকাশ করা তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের এক নারী ক্রিকেটার। মনোনয়ন পাওয়া ওই ক্রিকেটার হলেন পাক পেসার সাদিয়া ইকবাল।
মূলত গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও নভেম্বরে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। শেষ সিরিজে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।
এছাড়া টপ অর্ডার ব্যাটার ফারজানা হকও ছিলেন দুর্দান্ত। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৩৭ গড়ে ১১০ রান করেন তিনি।
আরও পড়ুন: আড়ালে নয়, এবার সাকিবকে ছাড়িয়ে গেলেন তাইজুল
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৩/এসএ