Connect with us
ক্রিকেট

চট্টগ্রাম টেস্টের দুই দিন বাকি: ৪ দিনের ম্যাচে মাঠে নেমেছেন জাকির

Jakir Hasan
জাকির হাসান। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট প্রথম টেস্টে রীতিমতো নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ। আর মাত্র দুই দিন পর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। তবে এই ম্যাচের আগে ঘটে গেলো এক অদ্ভুত ঘটনা। এ ম্যাচে স্কোয়াডে থেকেও জাতীয় লিগ খেলছেন জাকির হাসান।

আজ (শনিবার) চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বাংলাদেশের। তবে দলে থাকলেও চট্রগ্রামে যাচ্ছেন না দলের অন্যতম সদস্য জাকির। কারণ তিনি সিলেটের হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলছেন। এ লিগে সিলেটের হয়ে চারদিনের টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন তিনি।

জানা গেছে, চট্রগ্রাম টেস্টে জাকিরকে একাদশে রাখা হবে না বিধায় এই ম্যাচটি খেলানো হচ্ছে তাকে। চার দিনের এ টেস্ট ম্যাচে সিলেটের অন্যতম সেরা সদস্য এই ব্যাটার। শুধু তাই নয়, জাতীয় লিগের এ ম্যাচে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

টাইগারদের সাথে চট্রগ্রামে না যাওয়ার প্রসঙ্গে সিলেট দলের ম্যানেজার ওয়াসিকুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে জানান, ‘ আজকের ম্যাচটা খেলছে জাকির। সে এই ম্যাচে অধিনায়কত্বও করছে। চট্টগ্রাম টেস্টে তার খেলার সম্ভাবনা নেই বলে দল থেকে তাকে এ ম্যাচ খেলার অনুমতি দিয়েছে।’

চট্রগ্রামের বিপক্ষে সিলেটের এই টেস্ট ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। যদি ঠিক চার দিনেই এ ম্যাচটি শেষ হয় তাহলে চট্রগ্রামে টাইগারদের শিবিরে যোগ দিতে পারবেন না জাকির। এ জন্য জাকির কে বাদ দিয়েই প্রোটিয়াদের বিপক্ষে পরিকল্পনা করেই একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

এদিকে, আজ (শনিবার) দুপুরের ফ্লাইটে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। এ ম্যাচের আগে দুইদিন অনুশীলন করবেন তারা। আগামী ২৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে নাজমুল শান্ত এবং এইডেন মার্করামের দল।

উল্লেখ্য, প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুনঃ সিরিজে টিকে থাকতে কঠিন পথ পাড়ি দিতে হবে ভারতকে

ক্রিফোস্পোর্টস/২৬ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট