আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা আসর অলিম্পিকের। আসন্ন এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেলেন আরও দুই বাংলাদেশি।
গতকাল (১ জুলাই) বাংলাদেশের তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে প্যারিস অলিম্পিকের টিকিট পান দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ওয়াইল্ডকার্ডের সুবাদে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন দুইজন সাঁতারু।
ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন পুরুষ সাঁতারু সামিউল ইসলাম রাফি ও নারী সাঁতারু সোনিয়া আক্তার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এই তথ্যটি নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
» প্যারিস অলিম্পিকে দৌড়াবেন দেশের দ্রুততম মানব ইমরানুর
» টিম বাস মিস করায় আমাকে খেলায়নি এটি সত্য নয় : তাসকিন
সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে এবং সোনিয়া আক্তার ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএর নির্বাহী সদস্য এমবি সাইফ সংবাদ মাধ্যমকে বলেন, ‘গতকাল রাতে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন অলিম্পিকে আমাদের একজন নারী (সোনিয়া) ও পুরুষ সাঁতারুর (রাফি) অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সাঁতারে তাদের টাইমিং ও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশের দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পেয়েছে।’
দুই সাঁতারু রাফি, সোনিয়া এবং দৌড়বিদ ইমরানুর ছাড়া আরও দুই প্রতিযোগী হলেন শুটার রবিউল ইসলাম এবং আর্চার সাগর ইসলাম। রবিউল ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এবং সাগর প্যারিস অলিম্পিকে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী, যিনি সরাসরি অংশগ্রহণের টিকিট পেয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৪/বিটি