গতকাল খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশকে দারুন শুরু এনে দিয়েছিলেন ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ৭ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪২ রান আসে এই জুটি থেকে। তবে দিনের শুরুতে পাকিস্তানের প্রতিরোধে বেশিক্ষণ উইকেট টিকতে পারেননি এই দুজন।
ঝড়ো ব্যাটিং করা জাকির হাসান এদিল আউট হয়েছেন মীর হামজার বলে বোল্ড হয়ে। ৩৯ বলে এই ওপেনার ২ ছক্কা ও ৩ বাউন্ডারিতে করেছিলেন ৪০ রান। অপরদিকে সাদমান ইসলাম দেখে শুনে খেলার চেষ্টা করেও টিকতে পারেননি বেশিক্ষণ। খুররাম শেহজাদের বলে মিড অফে সহজ ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন ৫১ বলে ২৪ রান করে।
দুই ওপেনার ফিরে যাওয়ার পর এখন উইকেটে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক। ধীরে ধীরে ইতিহাস গড়ার পথে তারা এগিয়ে নিচ্ছে দলকে। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ৯৭ রান। নাজমুল শান্ত ১৮ এবং মমিনুল হক ১১ রানে অপরাজিত রয়েছেন উইকেটের দুই প্রান্তে। জয়ের জন্য বাংলাদেশের এখনও প্রয়োজন ৮৮ রান।
এদিকে পঞ্চম দিনের খেলায় বৃষ্টি নিয়ে শঙ্কা থাকলেও বর্তমানে আকাশ রয়েছে পরিষ্কার। এর আগে গতকাল রাতে নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেছিলেন আজ দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা কম। মূলত আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, মধ্যরাত এবং ভোরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের খেলা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না।
প্রসঙ্গত, টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রান সংগ্রহ করেছিল স্বাভাবিক পাকিস্তান। জবাবে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন-মিরাজের দৃঢ়তায় ২৬২ রান করে বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে ব্যাটিং করেও ১৮৫ রানের বেশি টার্গেট ছুড়ে দিতে পারেনি পাকিস্তান। গতকাল ম্যাচ বন্ধ হওয়া পর্যন্ত জাকির হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৭ ওভারে ৪২ রান করেছিল টাইগাররা।
আরও পড়ুন: অশ্রুভেজা চোখে সর্বশেষ ম্যাচ খেলার ঘোষণা দিলেন সুয়ারেজ
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/এফএএস