![Two Pakistani cricketers are coming to play BPL for Barisal](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2024/01/Pakistani-cricketers.jpg.webp)
বিপিএলের অন্যতম ফেভারিট দল ফরচুন বরিশাল এবার সরাসরি ও ড্রাফটের মাধ্যমে বেশ কয়েক জন বিদেশি তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। কিন্তু অনেক ক্রিকেটারই ব্যস্ততার দরুণ ঠিক সময়ে দলে যোগ দিতে পারেননি। ফলে ভিন্ন পথ অবলম্বন করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। তারই ধারাবাহিকতায় এবার দুই পাকিস্তানি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বরিশাল।
এই দু’জনের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। অপর জন তরুণ বাঁ হাতি পেসার আকিফ জাভেদ। এর মধ্যে আহমেদ শেহজাদ আগেও বিপিএলের পুরাতন ফ্র্যাঞ্চাইজি বরিশাল বার্নার্সের হয়ে আসর মাতিয়ে গেছেন। তাই ধারণা করা হচ্ছে, অভিজ্ঞ এই ব্যাটসম্যান বিপিএলে দারুণ কার্যকরী হবেন। আর বোলিং ইউনিটে শক্তি বাড়াতে যোগ দেবেন তরুণ বাঁ হাতি পেসার আকিফ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল, দুই পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ আগামীকাল বিকেলে বরিশাল শিবিরে যোগ দেবেন। অন্যদিকে বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ঢাকার প্রথম পর্ব খেলে ব্যক্তিগত কাজে হঠাৎ দুবাই গিয়েছিলেন। পরে সেখান থেকেই জানিয়ে দিয়েছেন, বিপিএলের বাকি অংশে আর খেলতে পারছেন না তিনি।
বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ টিতেই হারতে হয়েছে ফরচুনদের। জিতেছে মাত্র ১ টি ম্যাচে। সব মিলিয়ে ৭ দলের টুর্নামেন্টে ২ পয়েন্ট নিয়ে তামিম ইকবালের দল এখন টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে।
আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার উসমান খাজা
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/এমএস/এমটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)