শেষ হয়েছে জাতীয় লিগের টেস্ট ফরম্যাটের খেলা। এবার শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টের সবধরনের আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানও আয়োজিত হয়েছে। যেখানে সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দেখা যাবে কিছু নতুন মুখও। এরমধ্যে রয়েছেন দুবাইতে ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ ঘরে তোলা বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। খুলনা বিভাগের হয়ে মাঠে মাতাতে আজই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
তামিম যে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সেটা অনেক আগে থেকেই জানা ছিল। কিন্তু নতুন করে যুব এশিয়া কাপ জয়ী আরও একজন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন। এবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা বিভাগের হয়ে খেলবেন সদ্য যুব এশিয়া কাপ জয়ী দলের সেরা পেসার ইকবাল হোসেন ইমন।দেশের একটি অনলাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক বিশ্বস্ত সূত্র।
আরও পড়ুন:
» জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন উদীয়মান পেসার রিপন মন্ডল
» বিমানবন্দরে এশিয়াজয়ী যুবাদের অভ্যর্থনার মুহূর্ত ছবিতে
মূলত ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের আগে দেশীয় ক্রিকেটারদের প্রস্তুতিস্বরুপ আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট। অর্থাৎ বিপিএলের একপ্রকার প্রস্তুতিপর্বও বলা চলে এই টুর্নামেন্টকে। এদিকে ইতোমধ্যেই এই টুর্নামেন্টকে প্রথম শ্রেণীর ক্রিকেট হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি।
উল্লেখ্য, আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) থেকে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/এসআর/বিটি