ফুটবল মানেই যেন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের খবর। লাতিন আমেরিকা অঞ্চলে চলছে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। ইকুয়েডরের মাটিতে ব্রাজিল-আর্জেন্টিনাসহ খেলছে কোপা আমেরিকার ১০টি দেশ। যেখানে গ্রুপ ‘এ’ তে খেলছে আর্জেন্টিনার মেয়েরা আর গ্রুপ ‘বি’ তে আছে ব্রাজিলের নারী দল। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। আর প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা।
নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিলো পেরুর বিপক্ষে আর্জেন্টিনার মেয়েরা। গতকাল গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টাইন মেয়েরা। ১৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার কিশি নুনেজ। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তিনবারের রানার্সআপরা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে শেষ দুই ম্যাচে অবশ্যই জিততে হবে তাদের।
এদিকে ‘এ’ গ্রুপে তিন ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে প্যারাগুয়ে। দ্বিতীয় স্থানে থাকা পেরুর তিন ম্যাচে সংগ্রহ চার। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট সংখ্যাও চার। উরুগুয়ে ও ইকুয়েডর এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি।
অন্যদিকে গ্রুপ ‘বি’ তে দুই ম্যাচ খেলতে নেমে দুটিতেই জয় পেয়েছে নেইমারের দেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে চিলিকে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারায়। ‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল শীর্ষে, একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। একটি করে জয় নিয়ে তিনে ও চারে আছে ভেনেজুয়েলা ও চিলি। কোনো জয় না পেছে তলানীতে রয়েছে বলিভিয়া।
আগামীকাল ভোর সাড়ে ৫টায় স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনার মেয়েরা। আর তার পরদিন শুক্রবার ভোর সাড়ে ৫টায় ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল।
আরও পড়ুন: বার্সেলোনাকে লণ্ডভণ্ড করে সেমিফাইনালে এমবাপ্পের পিএসজি
ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৪/এজেড