দুঃসময় যেন পিছু ছাড়ছে না জিম্বাবুয়ে ক্রিকেট দলের। মাঠে বাজে পারফরম্যান্সের কারনে গতকাল (২০ ডিসেম্বর) পদত্যাগ করেছেন জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হটন। কোচের পদত্যাগের একদিন পরই আরো একটি দুঃসংবাদ পেল জিম্বাবুয়ে।
অ্যান্টি ডোপিং টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধভেরে ও ব্রান্ডন মাভুতা। তাদের এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
মাধভেরে ও মাভুতার নিষেধাজ্ঞার মেয়াদ নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানায়, অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য দুই ক্রিকেটারকে সকল ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে খতিয়ে দেখছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। পরবর্তীতে বোর্ডের শৃঙ্খলা কমিটির সঙ্গে ক্রিকেটারদের সভা হবে। আর সেখানেই তাদের নিষেধাজ্ঞার মেয়াদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মাভুতার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০১৮ সালে। অভিষেকর পর থেকে ৪ টি টেস্ট, ১২ টি ওয়ানডে এবং ১০ টি টি-টোয়েন্টি খেলেছেন এই ক্রিকেটার। মাধভেরে অনেকগুলো ম্যাচেই জিম্বাবুয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালে অভিষেক হওয়ার পর ২ টি টেস্ট, ৩৬ টি ওয়ানডে এবং ৬০ টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। সম্প্রতি ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজেও ছিলেন এই দুই ক্রিকেটার।
দীর্ঘদিন ধরেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে জিম্বাবুয়ে। ২০২৩ সালে ভারত বিশ্বকাপের পর এবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনেও ব্যর্থ হয়েছে সিকান্দার রাজারা। তাছাড়া ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভর সিরিজেই হেরেছে জিম্বাবুয়ে। আর এসকল ব্যর্থতার দায় নিয়ে বুধবার (২০ ডিসেম্বর) প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ডেভ হটন।
আরও পড়ুন: এবার পদত্যাগপত্রই জমা দিলেন জিম্বাবুয়ের প্রধান কোচ
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এমটি