Connect with us
ফুটবল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: স্পেনের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে জার্মানি

Geraman U17
স্পেনের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে জার্মানি। ছবি- সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শেষ আটের লড়াইয়ে স্পেনকে হারিয়ে সেমিতে জার্মানি। স্পট কিক থেকে একমাত্র জয়সূচক গোলটি করে জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের জয় নিশ্চিত করেন প্যারিস ব্রুনার।

ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় দুই ইউরোপিয়ান জায়ান্ট স্পেন ও জার্মানি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে স্পেন। তবে স্পেনের একের পর এক শট অফ টার্গেট হওয়ায় অনেক আক্রমণ করেও প্রতিপক্ষের জালে কোন বল জড়াতে পারেনি। প্রথমার্ধে গোলশূন্য বিরতিতে যায় উভয় দল।

তবে এই শূন্য গোলের সমতা ভেঙে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথায় এগিয়ে যায় জার্মান কিশোররা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন প্যারিস ব্রুনার। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের সময় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে ১৩ মিনিট খেলা হলেও আর গোলের দেখা পায়নি কোন দল। উল্টো ১০১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্পেন গোলকিপার রাউল জিমিনেজকে।

পুরো ম্যাচ জুড়ে আধিপত্য ধরে রেখেছিল স্পেন। জার্মানির গোলপোস্টে স্পেনের ২২ শটের বিপরীতে জার্মানি মাত্র ৫ টি শট করে। আর বল যেখানে স্পেনের দখলে ছিলো ৭৬ ভাগ সেখানে জার্মানির দখলে ছিলো মোটে ২৪ ভাগ।

আর কিছুক্ষণ পর সেমিফাইনালের লক্ষ্যে মাঠে নামবে লাতিন আমেরিকার দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা আগামী ২৮ নভেম্বর সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে।

আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে আবারও প্রধানমন্ত্রীর কাছে তামিম, দিলেন স্ট্যাটাস

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল