অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তানকে লড়াকু এক লক্ষ্য ছুড়ে দেয় ভারত। তবে পাকিস্তানি ব্যাটারদের রুখতে পারেনি ভারতের মলিন বোলিং পারফরমেন্স। তিন ওভার ও আট উইকেট হাতে রেখে বড় জয় তুলে নেয় পাকিস্তানি যুবারা।
রবিবার (১০ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট একাডেমি মাঠে মুখোমুখি হয় পাকিস্তান ও ভারতের অনূর্ধ্ব-১৯ দল। টস হেরে আগে ব্যাটিং করতে নামে ভারত। পাকিস্তানি বোলারদের তোপের মুখে শুরুতে কিছুটা হোচট খেলেও নিজেদের সামলে নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে ২৫৯ রান যোগ করে ভারত।
এদিন ভারতের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন আদার্শ সিং। এছাড়াও উদয় ও শচীন দাসের অর্ধশতকে ভর করে প্রতিপক্ষকে ২৬০ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় ভারত অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসে ৯৮ বলে ৬০ রান করেন উদয় শাহরান এবং ৪২ বলে ৫৮ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন শচীন দাস। পাকিস্তানের হয়ে ৪৬ রান খরচায় ভারতের ৪ উইকেট তুলে নেন মোহাম্মদ জিশান।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ম্যাচের পঞ্চম ওভারেই ব্যক্তিগত ৮ রান করে ওপেনার শ্যামল হুসাইন আউট হন। তবে এরপর আরেক ওপেনার শাহজাইব খান তৃতীয় উইকেটে আজান আওয়াইসকে সাথে নিয়ে শত রানের জুটি করেন। তবে ব্যক্তিগত ৬৩ রানে শাহজাইব ফিরে গেলে সাঈদ বেগকে সাথে নিয়ে ম্যাচ শেষ করে ফেরেন আওয়াইস।
অপরাজিত সেঞ্চুরি করে মাঠে থেকেই দলকে জেতান আজান আওয়াইস। তার সাথে শেষ পর্যন্ত ৬৮ রান করে মাঠে টিকে ছিলেন সাঈদ বেগ। ভারতীয় বোলারদের একপ্রকার নাচিয়েই পাকিস্তানের জয় নিশ্চিত করে এই দুই ব্যাটার। পাকিস্তান ইনিংসে অপরাজিত ১০৫ রান করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আজান আওয়াইস।
এতে করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের খেলা ২ ম্যাচে জয় নিশ্চিত করে গ্রুপ ‘এ’ এর শীর্ষ অবস্থান করছে পাকিস্তান। ১ জয় ও ১ হার নিয়ে তিন নম্বরে আছে ভারত।
আরও পড়ুন: বার্সার জালে জিরোনার এক হালি গোল
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৩/এসএফ/এজে