Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

Bangladesh u19 team Asia cup 2023 image
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগে বাংলাদেশ যুবা ক্রিকেট দল। বাংলাদেশি বোলারদের বোলিং নৈপুণ্যে মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্যাটে বলে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়, তেশওয়ান ইউনিভার্সিটি অব টেকনোলোজির মাঠে বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দেয় বাংলাদেশ যুব দল। বাংলাদেশের হয়ে ডেথ ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট শিকার করেন বর্ষণ।

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। মারুফ মৃধার বলে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩ রানেই ফিরে যান হ্যারি ডিক্সন। তবে এরপর স্যাম কনস্টাসকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক হাঘ ওয়েবগেন।

স্যাম কনস্টাস ২৭ এবং হাঘ ওয়েবগেন ৩১ রানে বিদায় নিলে দলের হাল ধরার চেষ্টা করেন হারজাস সিং ও কোরি ওয়েসলি। হারজাস সিং করেন সর্বোচ্চ ৪৮ রান এবং কোরি খেলেন ২৮ রানের ইনিংস। ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশি বোলাররা।

ম্যাচের ৩৪ তম ওভারে চমক দেখান রোহানাত-দ্দৌলা বর্ষণ। টানা তিন বলে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়ে করেন হ্যাটট্রিক। এছাড়াও জোড়া উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান। একটি করে উইকেট পেয়েছেন ইমন, মারুফ মৃধা, রাফি ও শেখ পারভেজ।

১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর আশা জায়গায় যুবা টাইগাররা। তবে ব্যক্তিগত ২০ রানে ফিরে যান আদিল বিন সিদ্দিক। ম্যাচের ১২ তম ওভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আশিকুর রহমান। তিনি খেলেন ১৯ রানের ইনিংস। জিসান আলম, আরিফুল ইসলাম ও আরহার আমিনও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে।

তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে জয়ের আশা বাচিয়ে রাখে রিজওয়ান চৌধুরী। মোহাম্মদ শিহাবকে সাথে নিয়ে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। শিহাব অপরাজিত ছিলেন ১১ রানে।

এতে করে ১০৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। আগামী ২০ জানুয়ারি মানগাউং ওভালে দুপুর ২ টায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ : বাংলাদেশের খেলা কবে কখন?

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট