আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫ তম আসর। ২০২০ সালে আইসিসির এই ইভেন্টে যুবাদের হাত ধরে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের খেতাব পেয়েছিল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ এবার শিরোপা ধরে রাখার।
সেই লক্ষ্যে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ার ওভালে, তেশওয়ান ইউনিভার্সিটি অব টেকনোলোজির মাঠে দুপুর ২টায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুবা টাইগাররা।
বিশ্বকাপের আগে একই মাঠে ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়া যুবদলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ২০ জানুয়ারি ভারত যুবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের যুব বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই দলের স্কোয়াড
বাংলাদেশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, রাফি উজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।
শ্রীলঙ্কা: সিনথ জয়াবর্ধন (অধিনায়ক), মালশা থারুপাথি (সহ-অধিনায়ক), রুসান্দা গামাগে, বিষেন হালাম্বাগে, দিনুরা কালুপাহানা, হিরুন কাপুরুবান্দারা, বিশ্ব লাহিরু, পুলিন্দু পেরেরা, রুভিশান পেরেরা, দুবিন্দু রানাতুঙ্গা, গারুকা সংকেত, রবিশান ডি সিলভা, শামুহানা, রবিশান ডি সিলভা এবং সুপুন ওয়াদুগে।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ : বাংলাদেশের খেলা কবে কখন?
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৪/এফএএস