Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

U-19 world cup 2024 bd captain Mahfuzur Rahman Rabbi
যুব বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ছবি- ফাইল ফুটেজ

কাল বাদে পরশু (১৯ জানুয়ারি) থেকে শুরু হবে যুবা ক্রিকেটারদের বিশ্ব জয়ের মিশন। এবারের যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আজ বুধবার (১৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়, তেশওয়ান ইউনিভার্সিটি অব টেকনোলোজির মাঠে বাংলাদেশ সময় সকাল ১০টায় অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে বিশ্বকাপের উদ্দেশ্যে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এর আগে নিজেদের প্রথম বৃষ্টি বিঘ্নিত প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। তাই বিশ্বকাপের আগে পুনরায় নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে অস্ট্রেলিয়া ম্যাচে ভালো করতে চাইবে বাংলাদেশের যুবা টাইগিররা।

আগামী ২০ জানুয়ারি ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৪ দলের লড়াইয়ে বাংলাদেশের ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াড:

মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, রাফি উজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ আশরাফুল হাসান, আকান্ত শেখ ও তানভীর আহমেদ।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ : বাংলাদেশের খেলা কবে কখন?

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট