দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলতি আসর। ভালো খেলার প্রত্যয় নিয়ে যুব বিশ্বকাপে পাড়ি জমালেও নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আজ সোমবার (২২ জানুয়ারি) ব্লুমফন্টেইনের ম্যাঙ্গাউং ওভাল মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একই সময় কিমবার্লির ডায়মন্ড ওভাল মাঠে অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দল।
এর আগে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ যুব দল। সেদিন টস দিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেয় যুবা টাইগাররা। আগে ব্যাট করে ২৫১ রানের সংগ্রহ স্কোরবোর্ডে দাঁড় করায় ভারত। জবাব দিতে নেমে ১৬৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসরে মোট ১৬ দল ভিন্ন চারটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে শিরোপা জয়ের উদ্দেশ্যে। যেখানে বাংলাদেশের ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে থাকছে গেল বারের চ্যাম্পিয়ন ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের কাছে হারের পর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর প্রয়াস করবে বাংলাদেশ।
পরের রাউন্ডে যেতে আজকের ম্যাচসহ পরবর্তী যুক্তরাষ্ট্র ম্যাচ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আগামী ২৬ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্লুমফন্টেইনের ম্যাঙ্গাউং ওভাল মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে যুবা টাইগাররা। ২৪ দিন যাবত চলতে থাকা এই টুর্নামেন্ট ইতি টানবে ১১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে।
আরও পড়ুন: আবারও সৌদিতে ক্যাম্প করতে চায় বাংলাদেশ ফুটবল দল
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/এফএএস