আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড যুব ক্রিকেট দলের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতে কাছে হারের পর দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে যুবা টাইগাররা।
আজ সোমবার (২২ জানুয়ারি) ব্লুমফন্টেইনের ম্যাঙ্গাউং ওভাল মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে ম্যাচটি। ভারত ম্যাচের ব্যাটে বলে ব্যর্থ হওয়া জিশান হোসেন ও মোঃ ইকবাল হোসেন ইমনের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন আদিল বিন সিদ্দিক এবং রাফি-উজ্জামান রাফি।
এর আগে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ যুব দল। সেদিন টস দিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে টাইগাররা। আগে ব্যাট করে ২৫১ রানের সংগ্রহ স্কোরবোর্ডে দাঁড় করায় ভারত। জবাব দিতে নেমে ১৬৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসরে মোট ১৬ দল ভিন্ন চারটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে শিরোপা জয়ের উদ্দেশ্যে। যেখানে বাংলাদেশের ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে থাকছে গেল বারের চ্যাম্পিয়ন ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বের লড়াইয়ে ভারতের কাছে হারের পর আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), আদিল বিন সিদ্দিক, রিজওয়ান চৌধুরী, আরিফুল ইসলাম, আহরার আমিন, মো. শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মো: রোহানাত দৌল্লা বর্ষণ, মোঃ রাফি-উজ্জামান রাফি ও মারুফ মৃধা।
আরও পড়ুন: পিএসএল ২০২৪: মোটা অঙ্কের প্রাইজমানি
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/এফএএস