দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হয়ে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫ তম আসর। টুর্নামেন্ট শুরুর একদিন পর আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। এর আগে গতকাল উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে আয়ারল্যান্ড এবং সাউথ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ যুবদল।
আজ শনিবার (২০ জানুয়ারি) ব্লুমফন্টেইনের ম্যাঙ্গাউং ওভাল মাঠে বাংলাদেশ সময় দুপুর ২ টায় মাঠে গড়াবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ। এদিন একই সময়ে বিশ্বকাপের ভিন্ন আরো দুটি ম্যাচে স্কটল্যান্ড ও ইংল্যান্ড এবং পাকিস্তান ও আফগানিস্তানের যুবারা লড়াই করবে যথাক্রমে পচেফস্ট্রুম ও ইস্টার্ন ক্যাপে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসরে মোট ১৬ দল চারটি ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে লড়বে শিরোপা জয়ের উদ্দেশ্যে। যেখানে বাংলাদেশের ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। গেল আসরের শিরোপা জয়ী ভারতের সঙ্গে ২০২০ যুববিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মধ্যে একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা।
গ্রুপ পর্বের পরের ম্যাচে আগামী ২২ জানুয়ারি দুপুর ২ টায় ব্লুমফন্টেইনের ম্যাঙ্গাউং ওভাল মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এরপর ২৬ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে একই মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে যুবা টাইগাররা। ২৪ দিন যাব চলতে থাকা এই টুর্নামেন্ট ইতি টানবে ১১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াড:
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, রাফি উজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ আশরাফুল হাসান, আকান্ত শেখ ও তানভীর আহমেদ।
আরও পড়ুন: লিগ ওয়ানের তুলনায় সৌদি প্রো-লিগ ভালো, মনে করেন রোনালদো
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৪/এফএএস