আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্ব টপকে এখন সুপার সিক্সে বাংলাদেশ। এই পর্বের বাধা পেরোনোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। শেষ চারে ওঠার পরীক্ষায় খেলতে হবে পাকিস্তান অথবা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। বাংলাদেশের সুপার সিক্সের লড়াই শুরু হবে ৩১ জানুয়ারি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের মিশন ২০২০ এর চ্যাম্পিয়ন বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকায় গ্রুপ ‘এ’ তে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসে-খেলে জয় পায় টাইগার যুবারা।
সেঞ্চুরির কীর্তি গড়েন আরিফুল ইসলাম। দৃঢ় আত্মবিশ্বাসে দারুণ ফর্মে আছে রাব্বির দল। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সুপার সিক্স পর্বে উঠেছে বাংলাদেশ। গ্রুপ শীর্ষে থাকা ভারতের শেষ ম্যাচে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল যুক্তরাষ্ট্র। বড় কোন অঘটন না হলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন ও বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়েই খেলবে সুপার সিক্স ওয়ানে।
টুর্নামেন্টে ৪টি গ্রুপে লড়ছে ১৬টি দল। প্রতিটি গ্রুপের তিনটি করে দল খেলবে সুপার সিক্স রাউন্ডে। সুপার সিক্স ওয়ানে এ ও ডি গ্রুপের ছয়টি দল এবং সুপার সিক্স টু’তে খেলবে বি ও সি গ্রুপের ছয়টি দল। ডি গ্রুপের চ্যাম্পিয়ন ও তৃতীয় স্থানের দলের বিপক্ষে সুপার সিক্স রাউন্ডে খেলবে বাংলাদেশ।
৩১ জানুয়ারি ব্লুমফন্টেইনে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ গ্রুপ ডি’র তৃতীয় দল নেপাল। এই গ্রুপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে বিজয়ী দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে ৩ ফেব্রুয়ারি সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সুপার-সিক্স পর্বের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে।
আরও পড়ুন: আইপিএলের পরেই এখন এসএ-টুয়েন্টির অবস্থান
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৪/টিএইচ/এজে