Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কাদের ঝুলিতে সর্বোচ্চ শিরোপা?

U19s world cup title
সর্বোচ্চ শিরোপা জিতেছে ভারত(৪), এরপর অস্ট্রেলিয়া(৩)। ছবি- সংগৃহীত

ক্রিকেটের ভবিষ্যত তারকাদের নিয়ে দক্ষিণ আফ্রিকায় বসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। আফ্রিকার ৫টি ভেন্যুতে ১৬টি দেশের অংশগ্রহণে চলছে এবারের বিশ্বকাপ৷ এরই মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপের পর্বের ম্যাচ শেষে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সুপার সিক্সের ম্যাচ৷ এরপর ৬ এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল৷ ১১ ফেব্রুয়ারি বেনোনিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল৷ 

কোন গ্রুপে কারা খেলছেন?

গ্রুপ ‘এ’: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড

গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া

গ্রুপ ‘ডি’: পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নেপাল।

গ্রুপ পর্বের ম্যাচ শেষে প্রত্যেক গ্রুপের শীর্ষ তিন দলকে নিয়ে মাঠে গড়াবে সুপার সিক্স৷ সুপার সিক্সে দুটি গ্রুপে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করবে৷ সেখান থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল৷

যখন থেকে শুরু হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায় প্রথম বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসে৷ প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ ১০ বছর যুবারদের নিয়ে আর কোনো বৈশ্বিক আসর আয়োজন করতে পারেনি আইসিসি। ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকায় বসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় আসর৷ সে আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড৷ এরপর প্রতি দুই বছর পরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে তরুণ তারকাদের নিয়ে বিশ্বকাপ।

U19s WC winner 1988

১৯৮৮ সালে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা জয় করে অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাফল্যের দেখা পেয়েছে ভারত৷ তারা টুর্নামেন্টের পাঁচটি শিরোপা ঘরে তোলে৷ ভারতের পরেই সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া৷ তারা চ্যাম্পিয়ন হয় তিন বার৷ ২০০৪ ও ২০০৬ সালে টানা দুই বার শিরোপার দেখা পেয়েছে পাকিস্তানও। এক বার করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড৷

একনজরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা

সাল  চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৮৮  অস্ট্রেলিয়া  পাকিস্তান
১৯৯৮ ইংল্যান্ড নিউজিল্যান্ড
২০০০  ভারত শ্রীলঙ্কা
২০০২ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা

 

২০০৪ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ
২০০৬ পাকিস্তান ভারত
২০০৮  ভারত  দক্ষিণ আফ্রিকা
২০১০  অস্ট্রেলিয়া পাকিস্তান
২০১২ ভারত অস্ট্রেলিয়া

 

২০১৪ দক্ষিণ আফ্রিকা পাকিস্তান
২০১৬ ওয়েস্ট ইন্ডিজ ভারত
২০১৮ ভারত অস্ট্রেলিয়া
২০২০ বাংলাদেশ ভারত
২০২২ ভারত ইংল্যান্ড

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি 

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৪/টিএইচ/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট