দুঃসংবাদ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না রংপুর বিভাগের এই অধিনায়ক। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর ফলে পরবর্তী দুই ম্যাচে অর্থাৎ ষষ্ঠ রাউন্ডে ঢাকা মেট্রো এবং সপ্তম রাউন্ডে খুলনা বিভাগের সঙ্গে খেলা হচ্ছে না এই উইকেটরক্ষক ব্যাটাররের।
মূলত আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন আকবর। বিসিবি সূত্র জানায়, এনসিএলে বরিশালের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন আকবর। এরপর মাঠেই আম্পায়ারের সঙ্গে বাকবিতাণ্ডায় জড়ান তিনি। আর এ কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফি : খেলা ও রাজনীতি না মেলানোর অনুরোধ নকভির
» জাতীয় দলে কবে ফিরবেন সাকিব? জানালেন নিজেই
জানা গেছে, দুইবার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন আকবর। প্রথমবার ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে তার তর্ক হয়। এরপর ব্যাটিংয়ের সময় দ্বিতীয়বার আম্পায়ারের ওপর রেগে যান তিনি। আম্পায়ার তাকে আউট দিলে ক্ষিপ্ত হয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ব্যাট ছুড়ে মেরে একটি চেয়ারও ভেঙ্গেছেন এই ক্রিকেটার।
গত ১৬ নভেম্বর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এনসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছিল রংপুর। এই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। আর ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আখতার আহমেদ। পরবর্তীতে ম্যাচ রিপোর্টে আকবরের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানিয়েছে তারা।
উল্লেখ্য, এ ম্যাচে আগে ব্যাট করে ৩৬৬ রানে গুটিয়ে যায় বরিশাল। জবাবে প্রথম ইনিংসে ৩২২ তুলে অলআউট হয় আকবর আলীরা। এরপর দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে আরো ৩৫৮ রান যোগ করে তানভির ইসলামের বরিশাল। শেষদিকে রংপুর কোনো উইকেট না হারিয়ে ২৪ তুলতেই তৃতীয় দিনের সমাপ্তি ঘটে। এতে ড্র হয় ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/বিটি